নেট রানরেট বাড়াতেই ‘হিসাবি ব্যাটিং’ রোহিতের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ এএম, ০৪ নভেম্বর ২০২১

করিম জানাতের বলে আউট হয়ে রোহিত শর্মা যখন মাঠ ছাড়ছিলেন, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ৭৪ রান। ১৫৭ স্ট্রাইকরেটে ৪৭ বলে ঝড়ো এই ইনিংসটি খেলেই ভারতকে গতকাল বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন রোহিত।

বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খালি চোখে শুধু ব্যাটার রোহিতকেই দেখেছেন দর্শকরা। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোহিতের সাক্ষাৎকার শুনলে মনে হবে, মাঠে ‘অঙ্কের ছাত্র’ আর ‘ব্যাটার’-দুই রোহিত শর্মাই ছিলেন।

সেমিফাইনালে যেতে হলে এখন অনেক সমীকরণ মেলাতে হবে। নেট রানরেটও বাড়াতে হবে। সেই কথা মাথায় রেখেই রশিদ-হামিদদের ওপর শুরু থেকেই চড়াও হয়েছিলেন বলে জানালেন রোহিত।

দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণ সম্বন্ধে 'হিটম্যান' বলেন, ‘নেট রানরেটের কথা মাথায় রেখে বড় ব্যবধানে জয় দরকার ছিল। স্কোরবোর্ডে তাই একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে অমন ব্যাটিং করেছি। আর বড় ব্যবধানে (৬৬ রানে) জিতে খুশি।’

গতকাল ভারতের বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী৷ প্রথম ওভারের শেষ বলে আফগান অধিনায়ককে চার মেরে নিজের আগমনী জানান দেন রোহিত। এরপর একের পর এক চার-ছক্কায় আফগান বোলারদের নাজেহাল করতে থাকেন রোহিত। যার হাত থেকে রেহাই পাননি চৌকশ লেগ স্পিনার রশিদ খানও।

তবে শুধু নিজের ব্যাটিং নয়, সতীর্থদের ব্যাটিংয়ের প্রশংসাও ঝরেছে রোহিতের কণ্ঠে, 'কেএল (রাহুল) দুর্দান্ত খেলেছে। ওপেনিং জুটিটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আর আমাদের এই জুটিকে প্ল্যাটফর্ম বানিয়ে সেটাকে কাজে লাগিয়েছে রিশাভ পান্থ ও হার্দিক পান্ডিয়া।’

এদিকে, রোহিতের হিসাবি ব্যাটিং কিন্তু ভারতকে জয়ের সঙ্গে দিয়েছে স্বস্তিও। মাইনাসে থাকা ভারতের বর্তমান নেট রানরেট +০.০৭৩।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।