সমর্থকদের হৃদয়ভাঙা সেই তিন ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পিএম, ২৯ অক্টোবর ২০২১

ইংরেজিতে একটা প্রবাদ আছে- ‘সো ক্লোজ, ইয়েট সো ফার।’ বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারটা যেন হয়ে দাঁড়িয়েছে এমনই। বেঙ্গালুরু, আল আমেরাত, শারজাহ- ভেন্যু পরিবর্তিত হলেও বাংলাদেশের গল্পটা থেকে যাচ্ছে একই।

১৪ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রান তাড়ায় এক অঙ্কের ঘরে বাংলাদেশ হেরেছে তিনবার, যার দুটিই ঘটেছে এবারের বিশ্বকাপে!

BD-IND

১। ২৩ মার্চ, ২০১৬; ভেন্যু: বেঙ্গালুরু, ভারত;
ভারত: ১৪৬/৭, বাংলাদেশ: ১৪৫/৯; ফল: ভারত ১ রানে জয়ী।

৩ বলে ২ রান দরকার বাংলাদেশের। এমন পরিস্থিতিতে খোদ ভারতীয় সমর্থকরাই জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চতুর্থ বল থেকেই ম্যাচের বাঁক বদলাতে শুরু করে। হার্দিক পান্ডিয়ার শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে শিখর ধাওয়ানের তালুবন্দী হন মুশফিকুর রহিম।

পঞ্চম বলে হার্দিকের ফুল টসকে মাহমুদউল্লাহ রিয়াদ উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন ডিপ মিড উইকেটে, এবার শিখরের পরিবর্তে ফিল্ডার ছিলেন রবিন্দ্র জাদেজা।

হার্দিকের শেষ বলে ব্যাটার শুভাগত হোমকে ফাঁকি দিয়ে বল চলে যায় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। ম্যাচ টাই করতে নন স্ট্রাইক এন্ড থেকে মোস্তাফিজুর রহমান দৌড়ে আসার আগেই স্ট্যাম্প তুলে নেন ভারতের উইকেটরক্ষক অধিনায়ক। হারতে থাকা ম্যাচ জয়ের আনন্দে ভাসে চিন্নস্বামী স্টেডিয়ামের গ্যালারি।

BD-Scot
২। ১৭ অক্টোবর, ২০২১; ভেন্যু: আল আমেরাত ক্রিকেট অ্যাকাডেমি, ওমান;
স্কটল্যান্ড: ১৪০/৯, বাংলাদেশ: ১৩৪/৭; ফল: স্কটল্যান্ড ৬ রানে জয়ী।

প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচ জিততে শেষ ১০ বলে ৩১ রান দরকার বাংলাদেশের। আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও টি-টোয়েন্টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অনেক ভক্ত সমর্থক একটু হলেও জয়ের স্বপ্ন দেখছিলেন।

কারণ উইকেটে তখন ছিলেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। ব্র্যাড হুইলের তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন রিয়াদ; কিন্তু চতুর্থ বল ডট দিয়ে পঞ্চম বলে লং অনে ক্যালাম ম্যাকলিওডের হাতে রিয়াদ ধরা পড়লে ম্যাচ থেকে এক রকম ছিটকে যায় বাংলাদেশ। শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে শেখ মাহেদি ছক্কা ও চার মারলেও তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত হেরেছে ৬ রানের ব্যবধানে।

BD-windies
৩। ২৯ অক্টোবর, ২০২১; ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত;
ওয়েস্ট ইন্ডিজ: ১৪২/৭, বাংলাদেশ: ১৩৯/৫; ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জয়ী।

দু’সপ্তাহের ব্যবধানে আবারও ‘হৃদয় ভাঙার ঘটনা’র সাক্ষী হলেন বাংলাদেশি সমর্থকরা। তাও আবার সুপার টুয়েলভে ‘বাঁচা-মরার লড়াইয়ের’ ম্যাচে!

১৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জিততে শেষ তিন বলে দরকার ছিল ৮ রান। এবারও উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ বলে আন্দ্রে রাসেলকে তুলে মেরেছিলেন রিয়াদ।

কিন্তু ডিপ স্কয়ার লেগে আন্দ্রে ফ্লেচার মোটামুটি সহজ সুযোগ ছাড়লে আবারও ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। পরের বলে রাসেলের ইয়র্কার বল লংঅনে ঠেলে দিয়ে রিয়াদ নেন দুই রান ।

শেষ বলে থার্ড ম্যান ও ব্যাক ওয়ার্ড পয়েন্টের মাঝখান দিয়ে চার মারতে গিয়ে মিস করেন রিয়াদ। সঙ্গে সঙ্গে শ্বাসরুদ্ধকর ‘ডু-অর-ডাই’ ম্যাচ ৩ রানের ব্যবধানে জয়ের আনন্দে মেতে ওঠে পুরো ওয়েস্ট ইন্ডিজ দল।

লেখা : অয়ন রায় অংকন

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।