ভারতেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি: ইনজামাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২১ অক্টোবর ২০২১

বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে প্রস্তুতি পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। দুটো প্রস্তুতি ম্যাচ জিতে সুপার টুয়েলভের আগে নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখলো বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় দেখে ভারতের পারফরম্যানসে মুগ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার ইনজামাম উল হক। এ কারণেই কোহলিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি দেখছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় ইনজামাম বলেছেন, ‘যেকোনো টুর্নামেন্টে কোনো দলের ব্যাপারে নিশ্চিত চ্যাম্পিয়ন হওয়ার কথা কখনোই বলা যায় না। এখানে শুধু শিরোপা জয়ের সম্ভাবনা কেমন, তা নিয়ে বলা যায়। এমন কন্ডিশনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। তাদের অনেক অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছে।’

আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। অনেকের মতো ইনজামামের মধ্যেও এই ম্যাচ নিয়ে উত্তেজনার কমতি নেই।

সাবেক পাকিস্তানি অধিনায়কের ভাষ্য, ‘ভারত-পাকিস্তান ম্যাচ ফাইনালের আগে ফাইনাল। কোনো ম্যাচই এমন উত্তেজনা তৈরি করতে পারে না। এমনকি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শুরু এবং শেষ; দুটোই ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে হয়েছিল। এই ম্যাচে যে দল জিতবে, সেই দলের ৫০ শতাংশ চাপ কমে যাবে।’

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।