ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় অদম্য সাহসী গুরবাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ এএম, ১১ অক্টোবর ২০২১

অডিও শুনুন

রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর রহমান, মোহাম্মদ শাহজাদ; টি-টোয়েন্টি ফরম্যাটের এই চার তারকা ক্রিকেটার আছেন আফগানিস্তানের এবারের বিশ্বকাপ দলে। এতদিনে অভিজ্ঞ হয়ে ওঠায়, তাদের ওপর প্রত্যাশার চাপ একটু বেশিই থাকবে। তবে এক তরুণ, উঠতি তারকা পারেন তাদের ওপর থেকে সেই চাপ কমাতে। পারেন বিশ্বকে নিজের সামর্থ্যের জানান দিতে।

নামটা তার রহমানুল্লাহ গুরবাজ। বয়স মাত্র ১৯। তবে যুদ্ধবিদ্ধস্ত দেশ থেকে উঠে এসেছেন বলেই কি-না, আর পাঁচটা আফগানির মতো তিনিও সাহসী। ভয়ডরহীন ক্রিকেট খেলেন ২২ গজে। তার ব্যাট যেন তরবারি। তা দিয়েই কচুকাটা করেন বোলারদের।

প্রিয় ক্রিকেটার দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। যিনি কি-না বিখ্যাত, মাঠের চারপাশে বাহারি সব শট খেলার জন্য। প্রিয় ক্রিকেট ব্যক্তিত্বের মতো ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে শট খেলা শিখেছেন গুরবাজ নিজেও।

টি-টোয়েন্টি অভিষেক সিরিজে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার সব স্ট্রোকে গুরবাজ রান করে গেছেন ধারাবাহিকভাবে। ব্যাট হাতে ২২ গজে তার ঝড় একবার দেখেছিল মিরপুরও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের অভিষেকেই এই আফগানি খুলনা টাইগার্সের হয়ে অর্ধশতক হাঁকিয়েছিলেন মাত্র ১৮ বলে!

অদম্য সাহসী গুরবাজ ব্যাট হাতে কতটা বিধ্বংসী, তা তার স্ট্রাইকরেট দেখেই বলে দেয়া যায়। ওয়ানডেতে ১১০ আর টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন এই কিপার-ব্যাটার।

অভিষেকের পর থেকেই ব্যাট হাতে নিজের ক্যারিশমা দেখিয়ে যাচ্ছেন গুরবাজ। ওয়ানডে ফরম্যাটে নিজের অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে সেঞ্চুরির মালিক তিনিই। টি-টোয়েন্টি ফরম্যাটেও দুর্দান্ত তার ট্র্যাক-রেকর্ড। এখন পর্যন্ত, ১৩ ম্যাচ খেলে ৩৪ গড়ে রান করেছেন ৪৪৬।

টি-টোয়েন্টি ফরম্যাটটা এমনিতেই বেশ ভালো খেলে আফগানরা। রশিদ-নবিদের কল্যাণে এই ফরম্যাটের শক্তিশালী দলে পরিণত হয়েছে তারা। এদিকে, দলে গুরবাজের অন্তর্ভুক্তি দলটির শক্তি এবার বাড়িয়েছে বহুগুণে। ইনিংস ওপেন করতে নেমেই যদি স্বভাবজাত আক্রমণাত্মক শট খেলতে থাকেন গুরবাজ, তবে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিক লড়াইয়ে ঘায়েল করা যাবে। তাতে আখেরে লাভটা ওই আফগানিস্তানের।

উদীয়মান তারকা হিসেবে গুরবাজ বিশ্বকাপ কাঁপাবেন এমন সম্ভাবনা দেখছেন অনেকেই। আর আফগান ব্যাটিং কোচ হিল্টন অ্যাকারম্যান গুরবাজের মধ্যে দেখছেন শীর্ষসারির ব্যাটার হয়ে ওঠার সম্ভাবনা, ‘তার (গুরবাজ) মধ্যে উঁচু মাপের ক্রিকেটার হওয়ার সামর্থ্য আছে। সন্দেহাতীতভাবে বলছি, আমরা তার কাছ থেকে অনেক কিছু দেখতে চলেছি। তার সফল হওয়ার ইচ্ছে, আফগানিস্তানের হয়ে খেলার গুরুত্ব উপলদ্ধি করা এবং চাপকে জয় করার স্বদিচ্ছা-তাকে খুব বিশেষ একজন তরুণ ক্রিকেটারে পরিণত করেছে।’

এসএস/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।