নতুন কিছু উপহার দিতে প্রস্তুত দুবাইর রিং অব ফায়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ১০ অক্টোবর ২০২১

 

শহর পরিচিতি

সময়ের সঙ্গে গোটা পৃথিবী যেভাবে বদলে গেছে, সেভাবে বদলেছে দুবাইও। বলতে গেলে, একধাপ বেশিই। এক সময় শুধু মরুশহর হিসেবে পরিচিত পাওয়া দুবাই এখন সুউচ্চ সব ভবন, সৈকত, কেনাকাটা আর নৈশপ্রমোদের জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।

একবিংশ শতাব্দিতে এসে দুবাই তাই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তা হবে নাই-বা কেন! দুনিয়ার বুকে সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ আল খলিফা তো দুবাইতেই অবস্থিত। এ ছাড়াও বিখ্যাত স্যান্ডি বিচ, মানুষের হাতে তৈরি কৃত্তিম দ্বীপ- দুবাইকে করেছে অনন্য।

স্টেডিয়াম পরিচিতি ও ইতিহাস

এক ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের রেকর্ড দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দখলেই। এখানে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, ৬২ টি-টোয়েন্টি ম্যাচ।

ধারণক্ষমতা ২৫ হাজার হলেও, প্রয়োজনে তা বাড়িয়ে ৩০ হাজার পর্যন্ত করার সুযোগ আছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে হবে সুপার টুয়েলভের ১০টি এবং টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালও।

দুবাই স্পোর্টস সিটির অংশ হিসেবে ২০০৯ সালে খুলে দেয়া হয় এই স্টেডিয়াম। সে বছর ভেন্যুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনও করে। বিশ্বকাপের আগে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট বলতে, ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এখানে।

এ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচও দুবাইয়ের এ স্টেডিয়ামেই হয়েছিল। সে সব ছাপিয়ে এবারই প্রথমবারের মতো আইসিসির কোনো বড়, বৈশ্বিক আসরের ম্যাচ হতে যাচ্ছে এখানে।

দুবাই স্টেডিয়ামের একটি বিশেষত্বও আছে। এই স্টেডিয়ামের ফ্লাডলাইটের নাম রিং অব ফায়ার। অর্থাৎ, আগুনের চক্র। স্টেডিয়ামের গোলাকার ছাদের ৩০০টি লাইট জ্বললে ওপর থেকে দেখলে আসলেই মনে হয়, একটি গোলচক্রে আগুন জ্বলছে। তাতে খেলা সম্প্রচার করতেও হয় দারুণ সুবিধা। ফ্লাডলাইট খুব উঁচুতে না হওয়ায়, রাতের বেলায় মাঠে খেলোয়াড়দের ছায়া পড়ে না।

পরিসংখ্যান

মোট টি-টোয়েন্টি ম্যাচ: ৬১
আগে ব্যাটিং করে জয়: ৩৪
পরে ব্যাটিং করে জয়: ২৬
প্রথম ইনিংসে গড় রান: ১৪৪
দ্বিতীয় ইনিংসে গড় রান: ১২২
সর্বোচ্চ দলীয় স্কোর: ২১১/৬ (২০ ওভার), আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড, ২০১৭
সর্বনিম্ন দলীয় স্কোর: ৭১/১০ (১৩.২ ওভার), আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান, ২০১৭
সর্বোচ্চ রান তাড়া করে জয়: ১৮৩/৫ (১৯.৪), আফগানিস্তান বনাম আরব আমিরাত (২০১৬)
সর্বনিম্ন রান করে জয়: ১৩৪/৭ (২০ ওভার), ওমান বনাম হংকং, ২০১৯

এসএস/আইএইচএস

আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই, পূর্ব নাম: দুবাই স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়াম, স্থাপিত: ২০০৯, ধারণক্ষমতা: ২৫০০০, মোট অনুষ্ঠিত ম্যাচ: ১০৯

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।