বাংলাদেশের বিশ্বকাপ দলে যুক্ত হলেন রুবেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ০৯ অক্টোবর ২০২১

দলের সঙ্গে ওমান গিয়েছিলেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। ছিলেন না শুক্রবারের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও। তবু খানিক চমক হিসেবেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে গেলেন ডানহাতি পেসার রুবেল হোসেন।

শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বকাপ স্কোয়াডের বাড়তি সদস্য হিসেবে নেয়া হয়েছে রুবেলকে। জাতীয় দলের নির্বাচক কমিটির সিদ্ধান্তেই স্কোয়াডে যোগ করা হয়েছে রুবেলকে।

স্কোয়াডে এই সংযোজনের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বঘোষিত ১৫ জনের দলে থাকা আরেক ডানহাতি পেসার তাসকিন আহমেদের ইনজুরি শঙ্কা রয়েছে। এজন্য মূলত পেসার রুবেলকে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডের সঙ্গে।

গত ৯ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। পাশাপাশি রিজার্ভ হিসেবে রাখা হয়েছিলো পেসার রুবেল হোসেন ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। এ দুজনকে সঙ্গে নিয়েই ওমান গিয়েছিলো টাইগাররা।

আইসিসি সুযোগ রেখেছিলো ১০ অক্টোবর পর্যন্ত নিজেদের স্কোয়াডে যেকোনো পরিবর্তনের। সেটিই কাজে লাগিয়ে দলে নেওয়া হয়েছে রুবেলকে। রিজার্ভে থাকা আরেক খেলোয়াড় আমিনুল ইসলাম বিপ্লব ওমান থেকে ফিরে আসবেন দেশে।

শুক্রবার ওমান একাদশের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দারুণ খেলেছে বাংলাদেশ। এবার বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের পালা। সেটিতে অংশ নিতে রোববার ওমান ছেড়ে আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সেখানে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে তারা। বিশ্বকাপের প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।