আইসিসির মাসসেরার মনোনয়ন বুঝতে পারছেন না নাসুম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৭ অক্টোবর ২০২১

বুধবার বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় তথা প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদকে মনোনয়ন দিয়েছে আইসিসি।

তার আগে মনোনয়ন পাওয়া মুশফিকুর রহীম (মে) ও সাকিব আল হাসান (জুলাই) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। এবার নাসুমও জিতবেন কি না তা সময়ই বলে দেবে। তবে আইসিসির মাসসেরার পুরস্কারে মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও ঠিক বুঝতেই পারছেন না নাসুম।

সুদূর ওমানে বসে বিশ্বকাপ প্রস্তুতি নেয়ার ফাঁকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তিনি নিজে বিষয়টি বুঝতে পারছেন না দেখে সাহায্য নিয়েছে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মুশফিকের। তবু ঠিকঠাক বুঝতে পারেননি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এ স্পিনার।

বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় নাসুম বলেছেন, ‘আসলে বিষয়টা (প্লেয়ার অব দ্য মান্থের মনোয়নয়ন) আমিও জানতাম না। কাল (বুধবার) অনুশীলন শেষে হোটেলে যাওয়ার পর জেনেছি। আমি বিষয়টা বুঝিও নাই যে জিনিসটা কী। অনেকের সঙ্গেই কথা বলেছি, মুশফিক ভাইয়ের সঙ্গে বেশি কথা বলেছি। যে ভাই এটা কী বা এই সেই।’

তিনি আরও যোগ করেন, ‘তো উনি বললেন যে, তোকে নমিনেশন দেওয়া হয়েছে, এখন সবাই ভোট দিবে। এরপর তুই বেশি পেলে প্লেয়ার অব দ্য মান্থ দেবে। আমি এখনো বুঝে উঠতে পারছি না জিনিসটা আসলে কী। হয়তো এটা অনেক সম্মানের বিষয়। আলহামদুলিল্লাহ। শেষ সিরিজগুলো ভালো খেলছি, হয়তো তার পুরস্কার।’

ঘরের মাঠে শেষ দুই সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে লাগবে জানিয়ে তিনি বলেছেন, ‘পারফর্ম যেকোনো জায়গায় করলে পরের ধাপের জন্য ভালো হয়। আমি প্রত্যেকটা ম্যাচই মনে করি আজকে পারফর্ম করলে, কালকেরটা আরও ভালো হবে। দুইটা সিরিজ খুব ভালো করেছি, দলের জন্য কিছু করতে পেরেছি। অবশ্যই এটা বিশ্বকাপে খুব ভালো সমর্থন ও আত্মবিশ্বাস দেবে।’

বিশ্বকাপে নাসুমের লক্ষ্য বেশি বেশি ডট দেয়া, ‘অনেক বেশি চিন্তা করাও উচিত না। আমার একটাই ভাবনা আমার স্পেলে যেন সাত-আটটা বল ডট দিতে পারি। আমার এটাই লক্ষ্য। আমি বেশি কিছু নিয়ে চিন্তাও করি না। আমার একটাই চিন্তা ডট বল করা। এখন ডট বলের জন্য কী করা লাগবে ওটাই এপ্লাই করবো মাঠে ব্যাটসম্যানদের বিপক্ষে।’

এসএএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।