ইমাদ-আফ্রিদি বের হতে পারলেও বন্দিই থাকছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৫ অক্টোবর ২০২১

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের প্রথম লেগ শেষে কয়েকজন ক্রিকেটার বায়ো-বাবল ছেড়ে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়েছেন। তবে সবার ছুটি মঞ্জুর করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় লেগ শেষ হবে ১৩ অক্টোবর। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। সবমিলিয়ে অনেকটা দিন পরিবারের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে তাদের।

‘ক্রিকেট পাকিস্তান’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ছুটির আবেদন করা ক্রিকেটারদের মধ্যে ইমাদ ওয়াসিম আর শাহিন শাহ আফ্রিদিকে বায়ো-বাবলের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে পিসিবি। তবে বাবর আজমকে লাহোরে হোটেলকক্ষেই থাকতে হবে।

করোনার এই সময়ে টানা বায়ো-বাবলে থেকে মানসিক অবসাদে ভুগছেন অনেক ক্রিকেটার। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।