সাকিবকে কলকাতার অধিনায়ক করতে বলছেন আকাশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ অক্টোবর ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ফিরতি পর্বে এখনও পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ পাননি সাকিব আল হাসান। গত মার্চ-এপ্রিলে ভারতে হওয়া প্রথম অংশে কলকাতা নাইট রাইডার্সের সাত ম্যাচের মধ্যে তিনটিতে মূল একাদশে ছিলেন সাকিব।

কিন্তু আরব আমিরাতে পাঁচ ম্যাচ খেললেও সাকিবকে দলে নেয়নি কলকাতা। যা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের বিস্ময়ের শেষ নেই। সাকিবকে বাইরে রেখে কখনও পেসার টিম সাউদি, আবার কখনও উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টকে খেলাচ্ছে কলকাতা।

শুধু তাই নয়, টানা অফফর্মে থাকা অধিনায়ক ইয়ন মরগ্যানও খেলে যাচ্ছেন দিব্যি। তবু যদি কলকাতা সব ম্যাচ জিততো, তাহলে এসব চোখে পড়তো না। কিন্তু ১২ ম্যাচ খেলে মাত্র পাঁচটি জিতেছে কলকাতা। শেষ দুই ম্যাচে জিততে না পারলে প্লে-অফের টিকিট পাওয়া হবে না তাদের।

এমতাবস্থায় ভারতের সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়া মনে করেন, মরগ্যানের জায়গায় সাকিবকে নেয়া উচিত কলকাতার। শুধু তাই নয়, সাকিবকে সরাসরি অধিনায়ক করেও দেখতে পারে কলকাতা, এমনটাই মনে করেন আকাশ। কেননা ব্যাটিং-বোলিং দুইদিকেই সার্ভিস দেবেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আকাশ লিখেছেন, ‘হতাশাময় সময়। কলকাতা নাইট রাইডার্স কি বাকি ম্যাচগুলোর জন্য সাকিবকে অধিনায়ক করে দেখতে পারে? মরগ্যানের বিরুদ্ধে কিছু নয়, কিন্তু যদি (তার ব্যাট থেকে) রান আসতো, তা আসছে না। সেরা খেলোয়াড়দেরও এমন হতেই পারে। ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার বোলিংও দিতে পারবে সাকিব।’

এর আগে শুক্রবার রাতে কলকাতা ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচের টসের পর একাদশে সাকিবকে না দেখেও হতাশা প্রকাশ করেন আকাশ। টসের পরপরই এক লাইনের টুইটে তিনি লিখেছেন, ‘সাকিব যদি একজন কিউই হতেন...’ #আইপিএল২০২১’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।