সাকিব যদি কিউই হতেন...
আইপিএলে শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬৫ রান করেও হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। পাঞ্জাব কিংস তাদেরকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। এই ম্যাচে কেকেআর জিততে পারলে প্লে-অফ খেলার দিকে নিশ্চিতভাবে এগিয়ে থাকতে পারতো।
কিন্তু সে সম্ভাবনা টিকে থাকলেও পথটা কঠিন করে ফেলেছে কেকেআর, পাঞ্জাবের কাছে হেরে। ১৬৫ রান করার পরও কেন হারলো শাহরুখ খানের দল? বোলারদের ব্যর্থতা। প্রতিটি বোলারের ইকনোমি রেট ৭-৮ করে।
আইপিএলের আরব আমিরাত পর্বে এরই মধ্যে ৫টি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এর মধ্যে ৩টি জিতেছে, ২টিতে হেরেছে। এই ৫ ম্যাচের একটিতেও খেলানো হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
শুক্রবার রাতে পাঞ্জাবের হারের পর কেকেআরকে খোঁচা দিয়ে টুইট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। তিনি টুইট করে লিখেন, ‘সাকিব যদি একজন কিউই হতেন...’ #আইপিএল২০২১‘।
If only Shakib were a Kiwi… #IPL2021
— Aakash Chopra (@cricketaakash) October 1, 2021
আকাশ চোপড়া একটুকু লিখে বাক্য অসমাপ্ত রাখেন। বোঝাই যাচ্ছে, ম্যাচের পর ম্যাচ সাকিবকে বসিয়ে রাখার কারণে বিরক্ত আকাশ চোপড়া। তার মনে হচ্ছে, সাকিব থাকলে হয়তো পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি জিততে পারতো কেকেআর।
সাকিব আল হাসানের প্রতি বরাবরই এক ধরনের উপেক্ষা প্রদর্শণ করা হয়। এটা বাংলাদেশের ক্রিকেটার বলে কি না সন্দেহ। তবে, সাকিব যদি বাংলাদেশের না হয়ে নিউজিল্যান্ডের হতেন, তাহলে নিশ্চিত একাদশে নিয়মিত থাকতে পারতেন তিনি এবং পারফরম করতে পারতেন।
প্রসঙ্গতঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।
আইএইচএস/এএসএম