তাসকিনের অনুরোধে ‘বোলিং কোচ’ মাশরাফি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

অবশেষে বোলিং কোচের ভূমিকায় মাশরাফি বিন মর্তুজা। আজ বৃহস্পতিবার নতুন চেহারায় দেখা মিললো নড়াইল এক্সপ্রেসের। কি একটু অবাক হচ্ছেন! ভাবছেন, মাশরাফি তো এখনও খেলাই ছাড়েননি, তাহলে বোলিং কোচ হলেন কবে?

হ্যাঁ, প্রশ্ন জাগতেই পারে। তবে আসল সত্য হলো, তার অনুজপ্রতিম পেসার তাসকিন আহমেদের অনুরোধেই বোলিং কোচের ভূমিকায় জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তাসকিন খুব করে চাচ্ছেন তার স্লোয়ার ডেলিভারিটা উন্নত করতে। গতি ও সুইং নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও স্লোয়ারটা এখনও সেভাবে আত্মস্থ করতে পারেননি। তাই প্রিয় ‘মাশরাফি ভাইয়ের’ শরণাপন্ন হওয়া।

প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে স্লোয়ারের টিপস পেয়ে খুব খুশি তাসকিন। বললেন, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটাই অনেক।’

উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তাসকিন বলেই ফেলেছেন, ‘ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, সুইং এগুলো উন্নতি হচ্ছে কিন্তু স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ার ডেলিভারি উন্নতি করতে চাই। ভাইয়াকে বলতাম। ভাইয়া এসে কিছু গ্রিপ দেখালো যে, একেকজনের একেকরকম অ্যাকশন হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পারো। আমার কাছে ভালো লাগলো কিছু কাটারের গ্রুপ দেখিয়েছে। আশা করি, এগুলো প্রয়োগ করলে ফল হবে।’

মাশরাফি তাকে স্লোয়ার ডেলিভারি ছোড়ার কয়টি গ্রিপ দেখিয়েছেন, তাও বলেছেন তাসকিন। ডান হাতি এই পেসার বলেন, ‘মূলত দু-তিনটি গ্রিপ দেখিয়েছেন। বলেছেন, একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা, আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। ওইটাই দেখালেন। বললেন, যদি ভালো লাগে এটা কন্টিনিউ করতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।’

তাসকিন যোগ করেন, ‘আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। তবে আজ মাশরাফি ভাই যে গ্রিপ দেখিয়েছেন, এগুলো আগেরগুলোর থেকে ভিন্ন।’

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।