দেখে নিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেমিফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

দেখতে দেখতে প্রায় শেষের পথে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটের এবারের আসর। এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রথম রাউন্ডের খেলা। নিশ্চিত হয়ে গেছে কোন চার দল খেলবে ফাইনালে ওঠার লড়াই সেমিফাইনালে।

মঙ্গলবার রাতে শুরু হচ্ছে সেমিফাইনাল রাউন্ড। একইদিন হবে সেমির দুই ম্যাচ। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ত্রিনবাগো নাইট রাইডার্স, সেইন্ট লুসিয়া কিংস, জ্যামাইকা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

প্রথম রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ত্রিনবাগো নাইট রাইডার্স সেমির প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চতুর্থ হওয়া সেইন্ট লুসিয়াকে। দ্বিতীয় সেমিতে লড়বে প্রথম রাউন্ডের দ্বিতীয়-তৃতীয় দল গায়ানা ও সেইন্ট কিটস। সেমিতে উঠতে পারেনি জ্যামাইকা তালাওয়াজ ও বার্বাডোজ রয়্যালস।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। পরে দিনগত রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। দুইটি ম্যাচই হবে সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

রোববার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে গত আসরের অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স। তারা ১০ ম্যাচে ছয় জয়ে পেয়েছে ১২ পয়েন্ট।

সমান ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সেইন্ট কিটসেরও। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে ত্রিনবাগো। পরের দুইটি স্থানে গায়ানা ও সেইন্ট কিটস। সেমিতে ওঠা অন্য দল সেইন্ট লুসিয়া দশ ম্যাচে ৫টি করে জয়-পরাজয়ে পেয়েছে ১০ পয়েন্ট।

প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া দুই দল জ্যামাইকা ও বার্বাডোজের ৮ ও ৬।

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।