এক ম্যাচে দুই মেইডেন, রেকর্ড নাসুমের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

রীতিমত স্বপ্নের ফর্মে আছেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার প্রতি ম্যাচেই সাফল্য এনে দিচ্ছেন দলকে। আরও একবার দুর্দান্ত বোলিং কারিশমা দেখালেন তিনি।

মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ। যার মূল কৃতিত্ব নাসুমের। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার।

তার চেয়ে বড় কথা, এই ৪ ওভারের মধ্যে দুটিই নিয়েছেন উইকেট মেইডেন। ইনিংসের প্রথম ওভারে মেইডেনের পর ১২তম ওভারে এসেও রান খরচ করেননি নাসুম।

তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে দুটি মেইডেন ওভার করা দ্বিতীয় বাংলাদেশি বোলার হওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি এই স্পিনার। বিশ্বের ৩৩তম বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন নাসুম। বোলিং ফিগার ৪-২-১০-৪।

নাসুমের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুটি মেইডেন দেয়া একমাত্র বাংলাদেশি ছিলেন নাজমুল ইসলাম অপু। তিনিও বাঁহাতি স্পিনার। ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপুর বোলিং ফিগার ছিল ৪-২-১৪-০।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।