অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ভারত, চাপে এবার ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

ভারতকে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে একশর কাছাকাছি (৯৯ রানের) লিড। ওভাল টেস্টে একটা সময় চালকের আসনে ছিল ইংল্যান্ডই।

কিন্তু স্বাগতিকদের সেই অবস্থান নড়িয়ে দিয়েছে ভারত। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে এই ইনিংসে ৪৬৬ রানে অলআউট হয়েছে সফরকারি দল।

এছাড়া চেতেশ্বর পূজারা ৬১, লোকেশ রাহুল ৪৬, বিরাট কোহলি ৪৪, রিশাভ পান্ত করেন ৫০ রান। এমনকি তিন পেসারও দলের বড় সংগ্রহে বলার মতো অবদান রেখেছেন।

লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর ব্যাটসম্যান হয়ে খেলেছেন ৬০ রানের ইনিংস। এছাড়া উমেশ যাদব ২৫ আর জাসপ্রিত বুমরাহও করেন ২৪ রান।

ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৯০। এখন তাদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৮ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৫ রান তুলেছে স্বাগতিকরা। ররি বার্নস ১ আর হাসিব হামিদ ৪ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনে তৃতীয় সেশনের খেলা চলছে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।