শেরে বাংলার উইকেটের এ অবস্থা কেন, ব্যাখ্যা দিলেন আকরাম
নিউজিল্যান্ডকে তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয়। এর আগে আবার যে প্রতিপক্ষকে কখনও টি-টোয়েন্টিতে হারাতে পারেনি টাইগাররা।
প্রথম ম্যাচ জয়ের পর সেটা নিয়েই তো আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে আবারও সামনে চলে এসেছে উইকেট প্রসঙ্গ। এমন উইকেটে খেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারবে তো বাংলাদেশ? সেই দুশ্চিন্তাও অনেক ক্রিকেটপ্রেমীর।
অতিবড় টাইগার ভক্তও মানছেন, উইকেটের অবস্থা ভালো নয়। এমন উইকেটে টি-টোয়েন্টি খেলা মানায় না। খোদ সাকিব আল হাসান প্রথম ম্যাচের পর বলেছেন, উইকেটের অবস্থা অস্ট্রেলিয়ার সিরিজের চেয়েও খারাপ।
কিন্তু মিরপুরের উইকেটের কেন এত করুণ অবস্থা? নিউজিল্যান্ডের স্পিন দুর্বলতার কথা ভেবেই কি এমন উইকেট বানানো হয়েছে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এ কৌতুহলি প্রশ্নের জবাব দিয়েছেন আকরাম খান।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বোঝানোর চেষ্টা করেছেন, মিরপুরের উইকেট কেন এমন হয়ে গেল! আকরাম বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। বৃষ্টি ও মেঘের কারণে সূর্যের তাপ পাওয়া যায় কম, উইকেটের পরিচর্যায় যা খুব দরকার। বৃষ্টির কারণে উইকেট সারা দিনই প্রায় কভারে ঢাকা থাকছে। তার ওপর আবার অতিরিক্ত খেলা হচ্ছে। তাই এমন অবস্থা।’
জাতীয় দলের এ সাবেক অধিনায়ক যোগ করেন, ‘এই শেরে বাংলার পিচই মার্চ-এপ্রিলে ভালো হয়ে যায়। অনেক ফ্লাট থাকে। তখন আকাশ পরিষ্কার থাকে। বৃষ্টি হয় না। উইকেট সারা দিন ঢেকেও রাখতে হয় না। খোলা বাতাস আর রোদের কিরণ দুই-ই মেলে। তাই উইকেট ভালো থাকে।’
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আরও জানান, এবার তারা চেয়েছিলেন দুই ভেন্যুতে খেলা চালাতে। কিন্তু নিউজিল্যান্ডই বলেছে, তারা এক ভেন্যুতে খেলতে চায়।
আকরাম শেষ করেন এভাবে, ‘১০ দিনে পাঁচটা ম্যাচ এক জায়গায় খেললে বেশি ভালো উইকেট আশা করাটা কঠিন। তবে এটাও খেয়াল রাখতে হবে, উইকেটের আচরণ যেমনই হোক, সেটা কিন্তু দুই দলের জন্যই সমান।’
এআরবি/এমএমআর/জেআইএম