আভিষ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৩০০

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার আভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে ৯ উইকেটে কাটা কাটায় ৩০০ রান তুলেছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলে দেন আভিষ্কা আর মিনোদ ভানুকা। তবে টানা দুই ওভারে দুই ভানুকাকে হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। মিনোদ ভানুকা ২৭ আর ভানুকা রাজাপাকসে ফেরেন শূন্য রানে।

তবে ওপেনিংয়ে নামা আভিষ্কা দলকে এগিয়ে নিয়েছেন দারুণভাবে। তৃতীয় উইকেটে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৯, চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ৯৭ রানের জুটিতে শ্রীলঙ্কাকে ২৩৪ পর্যন্ত নিয়ে যান আভিষ্কা।

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে তবেই সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১৫ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ১১৮ রানের চোখ ধাঁধানো ইনিংস। সঙ্গে ধনঞ্জয়ার ৪৪ আর আসালাঙ্কার ৭২ রানে তিনশর পুঁজি ছুঁয়েছে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেশভ মহারাজ আর কাগিসো রাবাদা।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।