এমন পরিস্থিতিই বেশি ভালোবাসি : কোহলি
লর্ডসে রোমাঞ্চকর এক জয়ের পর হেডিংলিতে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তারা করেছে ২৭৮ রান। কপালে জুটেছে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে পরাজয়। তবু অধিনায়ক কোহলি বলছেন, এমন পরিস্থিতিই বেশি ভালোবাসেন।
প্রায় তিন বছর পর ইনিংস ব্যবধানে হেরেছে ভারত। সবশেষ ২০১৮ সালের লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষেই ইনিংস ও ১৫৯ রানে হেরেছিল কোহলির দল। আবারও সেই তিক্ত স্বাদ পেয়ে মোটেও মনোবল হারাননি ভারতীয় অধিনায়ক। বরং নিজ দলের ওপর আস্থা রাখছেন তিনি।
শনিবার ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘যেটা এক ম্যাচে হয়েছে, সেটা যদি বারবারই হতো, তাহলে তো হেডিংলিতেও আমাদের জেতার কথা ছিল। কারণ লর্ডসে আগের ম্যাচটি আমরাই জিতেছিলাম। কিন্তু এটা হয়নি। আমরা এমন পরিস্থিতি ভালোবাসি, যেখানে মানুষ আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, সন্দেহ করে। এই পরিস্থিতি বেশি ভালোবাসি।’
তিনি আরও বলেন, ‘এই পরাজয়ের কারণে আমরা মনোবল হারাচ্ছি না। ড্রেসিংরুমে সবাই অনেক কষ্ট পেয়েছে। তবে আপনি যখন কষ্ট পাবেন, তখন সেসব জিনিসগুলো ঠিক করার চেষ্টা করবেন যেগুলো আপনার পক্ষে আসেনি। এ জিনিস মাথায় রেখেই আমরা পরের দুই ম্যাচ খেলব।’
গত দুই বছর ধরে ভারতের মিডল অর্ডার মাত্র ২০ গড়ে রান তুলছে। এছাড়া ছয় নম্বর ব্যাটসম্যান প্রায় একইভাবে আউট হচ্ছে বারবার। ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করলেও এককভাবে কারও ওপর দায় চাপাতে রাজি নন কোহলি। তার মতে, দলগতভাবেই হেরেছেন তারা।
কোহলি বলেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ভালো করেছি আমরা। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। আমি মানছি যে, আমরা ধারাবাহিক নই। এটাই। আমি জানি, হেরে গেলে কী কী আসতে পারে সামনে। কিন্তু আগেও বলেছি, আমি এই ফাঁদে পা দেবো না। আমরা দল হিসেবে হারি, দল হিসেবেই জিতি।’
এসএএস/এমএস