ব্যাটসম্যানের বদলি হিসেবে পেসার উড়িয়ে আনছে কিউইরা
ঢাকায় পৌঁছেই দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের টপঅর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন। তার বদলি হিসেবে দেশ থেকে ডানহাতি পেসার ম্যাট হেনরিকে উড়িয়ে আনছে কিউইরা।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজম্যান্ট। সোমবার (৩০ আগস্ট) নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন ২৯ বছর বয়সী পেসার হেনরি। আর দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণেই থাকবেন ফিন।
প্রাথমিকভাবে শুধুমাত্র পাকিস্তান সফরের দলে নেয়া হয়েছিল ম্যাট হেনরিকে। কিন্তু এখন জরুরি অবস্থার কারণে তাকে বাংলাদেশ সফরেও ডেকে নিয়েছে কিউইরা।
বেশ কয়েকটি কারণে মূলত ব্যাটসম্যানের বদলি হিসেবে পেসার হেনরিকে বেছে নিয়েছে কিউইরা। এরই মধ্যে দুই ডোজ ভ্যাকসিন নিয়ে ফেলেছেন হেনরি এবং ঢাকা থেকে দেশে ফেরার পর এমআইকিউ (ম্যানেজড আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন) বেডও প্রস্তুত রয়েছে তার জন্য।
ক্রাইস্টচার্চে থাকা নিউজিল্যান্ডের হেড গ্যারি স্টেড জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বদলি হিসেবে হেনরিই ঠিক আছেন। স্টেডের ভাষ্য, ‘অবশ্যই ফিনের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নয় হেনরি। তবে বর্তমান পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে সে-ই আমাদের সেরা অপশন।’
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর বাকি চার ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
এসএএস/এমএস