লিডসে ভারতীয় পেসারকে বল ছুঁড়ে মারল এক দর্শক!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৬ আগস্ট ২০২১

লিডসের হেডিংলিতে চলছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। প্রথম দিনই খুবই যাচ্ছেতাই অবস্থা ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে ৭৮ রানে অলআউট হয়ে গেছে তারা। অন্যদিকে ব্যাট করতে নেমে ৪২ ওভার খেলে ১২০ রান করার পরও কোনো উইকেট হারায়নি স্বাগতিক ইংলিশরা। এ অবস্থায় ভারতীয় ফিল্ডারদের মাথা এমনিতেই গরম হয়ে যাওয়ার কথা।

তবে উল্টো অভিযোহ উঠেছে ইংলিশ সমর্থকদের বিপক্ষে। গ্যালারি থেকে একজন সমর্থক নাকি ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে লক্ষ্য করে বল ছুঁড়ে মেরেছেন। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। এই অভিযোগ তুলেছেন আবার মোহাম্মদ সিরাজ নয়, রিশাভ পান্ত। তবে বোঝা যায়নি, সিরাজকে উদ্দেশ্য করে কী ধরনের বল ছোঁড়া হয়েছে।

এরইমধ্যে মাঠেই ইংরেজ সমর্থকদের যোগ্য জবাব দিলেন সিরাজ। হাত দিয়ে পরিষ্কারভাবে ইংরেজদের দেখিয়ে দেন যে, টেস্ট সিরিজে এখনও ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

jagonews24

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন রিশাভ পান্ত। তাকে জিজ্ঞাসা করা হয়, কোহলিকে আপসেট দেখা গিয়েছিল। সমর্থকরা কী গ্যালারি থেকে কিছু বলেছিলেন তখন। জবাবে পান্ত জানান, সিরাজের দিকে বল ছোঁড়া হয়েছিল। যার কারণে কোহলি বেশ ক্ষুব্ধ হন।

মাঠে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বুধবার হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথমদিনের একেবারে শেষ মুহূর্তে দেখা যায়, ইংরেজদের দিকে সিরাজ একেবারে স্পষ্টভাবে দেখাচ্ছেন যে ভারত-ইংল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন তারা। বাউন্ডারি লাইনের কাছে গিয়ে ডানহাতে ‘এক’ দেখান এবং বাঁ-হাতে দেখান ‘শূন্য’। ওই ভিডিও ম্যাচের সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘এক, শূন্য। ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে।’ তারাও হেসে দেন।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হেডিংলিতে প্রথমদিনে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের জন্য খোঁটা দিচ্ছেন ইংরেজ সমর্থকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ভারতের রান টপকে যাওয়ায় সিরাজের থেকে স্কোর জানতে চাইছিলেন। যে ইংরেজ সমর্থকরা মাঝেমধ্যেই এ ধরনের বাজে আচরণের জন্য শিরোনামে চলে আসেন। শুধু ক্রিকেট নয়, ফুটবলেও একই ধরনের আচরণ করেন।

যদিও পরে জানা যায়, গ্যালারি থেকে সিরাজকে লক্ষ্য করে ‘বল ছোড়া’ হয়েছে। ক্যামেরায় দেখা যায়, সিরাজকে সে বল বাইরে ফেলে দেওয়ার কথা বলছেন ক্ষুব্ধ কোহলি।

সংবাদ সম্মেলনে এ ঘটনা নিয়ে রিশাভ পান্ত বলেন, ‘আমার মনে হয়, (গ্যালারি থেকে) কেউ সিরাজকে লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন। তাই তিনি (বিরাট) রেগে গিয়েছিল। আপনারা (ইংরেজ সমর্থকদের উদ্দেশে) যা চান, বলতে পারেন, চেঁচাতে পারেন; কিন্তু ফিল্ডারদের দিকে কিছু ছুড়বেন না। এটা ক্রিকেটের জন্য একেবারেই ভালো নয়।’ তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।

 আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।