করোনা আক্রান্ত পাকিস্তান কোচ মিসবাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২১

কিংস্টনে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছিল পাকিস্তান। টেস্ট জয়ের পর যখন লাহোরের উদ্দেশ্যে পাকিস্তানি ক্রিকেটাররা লাহোরের উদ্দেশ্যে বিমানে উঠবে, তার আগেই দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। প্রধান কোচ মিসবাহ-উল হক কোভিড-১৯ পজিটিভ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে পাকিস্তান। কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে মিসবাহ আর দলের সঙ্গে দেশে ফিরতে পারছেন না। তাকে ১০ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড পালন করতে হবে। এরপর নেগেটিভ প্রমাণিত হলেই কেবল বিমানে উঠতে পারবেন।

কোচ মিসবাহকে রেখেই পুরো পাকিস্তান দল আজ ফিরে আসছে লাহোরে। পিসিবি আজ এক বিবৃতিতে জানিয়েছে মিসবাহর কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর। যদিও, তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে একমাত্র সদস্য যিনি দু’বার পিসিআর টেস্টে নেগেটিভ প্রমাণে ব্যর্থ হলেন। আমরা এরই মধ্যে নিয়মিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি, যাতে মিসবাহকে নিরাপদ কোথাও স্থানান্তর করা হয় এবং তাকে সব ধরনের সহযোগিতা করা হয়।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।