তবুও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ২০ আগস্ট ২০২১

কাবুলে ক্ষমতার পালাবদল। আশরাফ গানি সরকারকে হটিয়ে এখন নতুন করে ক্ষমতারোহনের পথে তালেবানরা। এমন পরিস্থিতি দেশটির ক্রিকেটের কী অবস্থা হয়, তা নিয়ে তুমুল চিন্তিত বিশ্ব ক্রিকেট সম্প্রদায়। কিন্তু সবার শঙ্কাকে উড়িয়ে দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলছে, তালেবানরা ক্রিকেপ পছন্দ করে। তারা এই খেলাটাকে বন্ধ না করে বরং আরও এগিয়ে নেবে।

এরই মধ্যে আফগানিস্তান ঘোষণা দিয়েছে, কাবুলে ক্ষমতা তালেবানরা এলেও পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ওয়ানডে সিরিজ সময়মতই অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সঙ্গে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। যা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শ্রীলঙ্কার হাম্বানতোতায় পাকিস্তান এবং আফগানিস্তান- তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে সিরিজের আয়োজক আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেছেন, ‘তালেবানরা ক্রিকেট খুব পছন্দ করেন। তারা তাদের দলকে সমর্থন করে। পাকিস্তানের সঙ্গে আমাদের ওয়ানডে সিরিজটি শ্রীলঙ্কায় যথা সময়েই অনুষ্ঠিত হবে।’

বুধবার থেকেই আফগানদের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গেছে। তালেবানদের ক্ষমতা দখলের ঘটনার কারণে মাত্র দুদিন অনুশীলন বন্ধ ছিল। এরপর যথা সময়েই কাবুলে আফগান ক্রিকেটাররা অনুশীলনে অংশ নেয়।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিরিজ শুরুর কথা থাকলেও এখনও সূচি নির্ধারিত হয় আফগান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে। এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলেও জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিছুদিন আগে আফগানরা পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল, শ্রীলঙ্কারই দুটি আলাদা ভেন্যুতে সিরিজটি খেলার। তবে পাকিস্তান সে প্রস্তাব গ্রহণ করে নেয়নি। পাকিস্তান এই সিরিজটি খেলবে শুধুমাত্র ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী ওয়ার্ল্ড সুপার লিগের ম্যাচ বলে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।