‘তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাবো’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ পিএম, ০৯ আগস্ট ২০২১

ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। ১৩তম ওভারের তথা শেষ ম্যাচের একেবারে শেষ ওভারের বল করছিলেন সাকিব আল হাসান। উইকেটের পেছনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান। ব্যাট হাতে দাঁড়িয়ে অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার রান তখন ৯ উইকেটে ৫৮।

১৪তম ওভারের প্রথম বলেই নাথান এলিসের উইকেট তুলে নেন সাকিব আল হাসান। জয় তখন প্রায় বাংলাদেশের হাতের মুঠোয়। আর একটি উইকেট পড়লেই নিশ্চিত জয়। সে সঙ্গে চরম লজ্জা দেয়া হবে অস্ট্রেলিয়াকে।

এমন সময় ওভারের দ্বিতীয় বল করতে বোলিং মার্কে সাকিব আল হাসান। বল করবেন। এ সময়ই স্ট্যাম্পের মাইকে শোনা গেলো নুরুল হাসান সোহানের কণ্ঠ। তিনি বলছিলেন, ‘নেন ভাই, নেন ভাই, তাড়াতাড়ি করেন, অনেক দিন পর বাসায় যাবো।’

দীর্ঘদিন দিন বাড়ির বাইরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করেই তাদেরকে উড়াল দিতে হয়েছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। পুরোপুরি এক মাসের সফর। ঈদুল আযহাও জিম্বাবুয়ের হারারেতে বসে করতে হয়েছে ক্রিকেটারদের। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা।

জিম্বাবুয়ে থেকে ফিরেই সোজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। জৈবি সুরক্ষা বলয় থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। আগে বের হয়েছেন বলে মুশফিকুর রহীমকে খেলতেই দেয়নি অস্ট্রেলিয়ানরা।

শুধু জিম্বাবুয়ে সিরিজ কেন, তারও আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য টানা একমাসেরও বেশি সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে ক্রিকেটারদের। এর আগে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। সব মিলিয়ে প্রায় তিন মাসেরও বেশি সময় ক্রিকেটাররা পরিবারের বাইরে। মাঝে খুব কম সময়ই পেয়েছে তারা পরিবারের সান্নিধ্য পেয়েছেন।

সে কারণেই হয়তো নুরুল হাসান সোহানের আর তর সইছিল না। কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শেষ উইকেটটি পড়লেই জয় নিশ্চিত। এ কারণেই হয়তো দ্রুত জয় তুলে নিতেই এক ধরনের তাড়া দিচ্ছিলেন সোহান।

তবে, সে যাই হোক, সোহানের সেই ভিডিও এরই মধ্যে ভাইরাল। বলা বাহুল্য তিন বল পরই অ্যাডাম জাম্পার উইকেট তুলে নেন সাকিব এবং ৬০ রানের ব্যবধানে বিশাল জয় পায় বাংলাদেশ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।