শেষ ম্যাচে ‘সেঞ্চুরি’ হবে সাকিবের?

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৯ আগস্ট ২০২১

অপেক্ষার পালা শুরু সেই জিম্বাবুয়ে থেকে। এরপর একে একে সাতটি ম্যাচ হয়ে গেলেও, ফুরায়নি অপেক্ষার প্রহর, হয়নি সাকিব আল হাসানের উইকেটের সেঞ্চুরি। তবে সুযোগ এখনও রয়েছে, চলতি সিরিজের শেষ ম্যাচে জোড়া উইকেট পেলেই সেঞ্চুরি করে ফেলবেন সাকিব।

আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফেরার পর গত মাসে জিম্বাবুয়ে সফরেই প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন সাকিব। সেই সিরিজ শুরুর আগে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬ ম্যাচে ৯২ উইকেট ছিল সাকিবের।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করায়, ভক্ত-সমর্থকদের আশা ছিল সেই তিন টি-টোয়েন্টিতেই উইকেটের সেঞ্চুরিটা করে ফেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু তা হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা তিন ম্যাচে ঠিক তিনটিই উইকেট পেয়েছিলেন সাকিব।

এতে অপেক্ষা বাড়লেও, সুযোগ কমেনি। বরং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটিই আসে দুর্দান্ত মাইলফলকে প্রবেশের সুবর্ণ সুযোগ হিসেবে। কিন্তু সেটিও এখনও পর্যন্ত হয়নি। চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে অসাধারণ বোলিং করলেও, তিন উইকেটের বেশি পাননি সাকিব।

আর শনিবার চতুর্থ ম্যাচে তো করলেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং! যেদিন ৪ ওভারে কোনো উইকেট নিতে পারেননি, রান দিয়েছেন ৫০টি। যার ফলে এখন টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা ৯৮টি। আজ (সোমবার) শেষ ম্যাচে ২ উইকেট পেলেই পূরণ হবে সেঞ্চুরি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি বোলারের সংখ্যা মাত্র একজন। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। যার নামের পাশে রয়েছে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট। অর্থাৎ আজ ২টি উইকেট নিতে পারলে বিশ্বের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মালিক হবেন সাকিব।

এ দৌড়ে সাকিবের সঙ্গে ভালোভাবেই রয়েছেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি ও আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। তবে এ দুজনের সামনে এখন টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই তাদের আগে সাকিবই পাচ্ছেন সেঞ্চুরি করার সুযোগ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) - ৮৩ ইনিংসে ১০৭ উইকেট, সেরা বোলিং ৫/৬
২/ টিম সাউদি (নিউজিল্যান্ড) - ৮১ ইনিংসে ৯৯ উইকেট, সেরা বোলিং ৫/১৮
৩/ সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৮২ ইনিংসে ৯৮ উইকেট, সেরা বোলিং ৫/২০
৪/ শহিদ আফ্রিদি (পাকিস্তান) - ৯৭ ইনিংসে ৯৮ উইকেট, সেরা বোলিং ৪/১১
৫/ রশিদ খান (আফগানিস্তান) - ৫১ ইনিংসে ৯৫ উইকেট, সেরা বোলিং ৫/৩

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।