নিউজিল্যান্ডের সাথে থাকছেন অ্যাশওয়েল প্রিন্স
তিনি থাকবেন কি থাকবেন না, তা নিয়ে হঠাৎই জেগেছিল সংশয়। ক্রিকেট পাড়ায় জোরালোভাবে রটে গিয়েছিল অ্যাশওয়েল প্রিন্স আর টাইগারদের ব্যাটিং কোচ থাকছেন না; কিন্তু শেষ খবর অ্যাশওয়েল প্রিন্স থাকছেন স্বপদেই।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান আজ রোববার জানিয়েছেন, অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং কোচ রাখার সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এ দক্ষিণ আফ্রিকানই টাইগারদের থাকবেন ব্যাটিং কোচ।
এ সম্পর্কে ক্রিকেট অপস চেয়ারম্যান আকরাম খানের কথা, ‘প্রায় সব সম্পন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ্ নিউজিল্যান্ড সিরিজে আমাদের সাথে থাকবেন অ্যাশওয়েল প্রিন্স।’
যেহেতু ২৪ আগস্ট নিউজিল্যান্ড চলে আসবে এবং ওইদিনই টিম বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। যদিও পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করা মুশফিক, লিটন ও আমিনুল বিপ্লবদের প্রস্তুতি শুরু হবে ১৬ আগস্ট। তাই ধরেই নেয়া যায় তার আশপাশে মানে ২০-২১ তারিখের দিকে ঢাকায় আসবেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
এআরবি/আইএইচএস/জেআইএম