দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা নাসুম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৩ আগস্ট ২০২১

ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি খেলতে নেমেই ইতিহাসের পাতায় নাম তুললেন নাসুম আহমেদ। অস্ট্রেলিয়াবধের নায়ক হয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিলেন বাঁহাতি এই স্পিনার।

অস্ট্রেলিয়া মানেই বাংলাদেশের জন্য ভীষণ কঠিন প্রতিপক্ষ। টেস্ট আর ওয়ানডেতে একটি করে মাত্র জয়। টি-টোয়েন্টিতে সেই এক জয়ও পায়নি কখনও। সেই অস্ট্রেলিয়াকে এবার ছোট ফরমেটেও হারের স্বাদ দিল টাইগাররা।

মিরপুরে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ১০৮ রানেই। টাইগাররা পেল ২৩ রানের জয়।

jagonews24

এমন এক জয়ের নায়ক বাঁহাতি স্পিনার নাসুম। চলতি বছরের মার্চে অভিষেক হওয়া এই স্পিনার আগের চার টি-টোয়েন্টিতে পেয়েছিলেন মাত্র ২ উইকেট।

এবার এক ম্যাচেই ৪ উইকেট পকেটে পুরলেন নাসুম, ৪ ওভারে দিলেন মাত্র ১৯ রান। ক্যারিয়ারসেরা এই পারফরম্যান্স করলেন এমন এক ম্যাচে, যেটি কিনা উঠে গেল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের পাতায়।

এমন পারফরম্যান্সের পর আর কেইবা ম্যাচসেরা হবেন! ২৬ বছর বয়সী নাসুমের হাতেই উঠল অসিবধের পুরস্কারটি।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।