করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ০২ আগস্ট ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের হেড কোচ শেন ওয়ার্ন। এ টুর্নামেন্টের মাঝপথেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি।

ওয়ার্ন ছাড়াও লন্ডন স্পিরিট দলের আরেক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের দুজনকেই এখন রাখা হয়েছে সেলফ আইসোলেশনে।

সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচের আগে রোববার সকালে শারীরিক অসুস্থতার কথা জানান ওয়ার্ন। পরে ল্যাটেরাল ফ্লো টেস্টে করোনা পজিটিভ আসে তার। তবু অপেক্ষা করছে পিসিআর টেস্টের ফলাফলের।

লন্ডন স্পিরিট দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি। তবে এর আগে দ্য হান্ড্রেডের আরেক দল ট্রেন্ট রকেটসের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়ে নিজ দলের তিনটি ম্যাচ মিস করেন।

এখন শেন ওয়ার্নকেও মিস করতে হবে কয়েকটি ম্যাচ। তার দল প্রথম তিন ম্যাচে পায়নি জয়ের দেখা। দুই পরাজয়ের সঙ্গে একটি হয়েছে পরিত্যক্ত।

ওয়ার্নের জায়গায় এখন লন্ডন স্পিরিট দলের কোচে দায়িত্ব পালন করবেন নর্দাম্পটনশায়ারের হেড কোচ ও ওয়ার্নের সহকারী ডেভিড রিপ্লে।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।