অস্ট্রেলিয়ার নতুন প্রধান নির্বাচক জর্জ বেইলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ০১ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক জর্জ বেইলিকে। ট্রেভর হনস দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তরুণ বেইলিকেই বেছে নিলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী জানুয়ারিতে ৬৮ বছর পূরণের অপেক্ষায় হনস দুই দফায় প্রায় ১৫ বছর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে প্রায় সব সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এবার বেইলির অধীনে শুরু হবে অস্ট্রেলিয়ার নতুন যুগ। গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেগ চ্যাপেলের পদত্যাগের পর নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন বেইলি। পরের বছরই পেয়ে গেলেন প্রধান নির্বাচকের দায়িত্ব।

খেলোয়াড়ি জীবনে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বেইলি। যার মধ্যে ৫৭টিতেই (২৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি) অধিনায়ক ছিলেন তিনি।

বেইলিকে প্রধান নির্বাচক করার পর এখন নির্বাচক কমিটির তৃতীয় সদস্যের খোঁজে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমান নির্বাচক কমিটির দ্বিতীয় সদস্য হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।