ত্রিশ বছর বয়সেই কিংবদন্তি কোহলি : যুবরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২০ জুলাই ২০২১

আন্তর্জাতিক ক্রিকেটে গত এক দশকের বেশি সময় ধরে ব্যাটিংয়ে নিজের রাজত্ব চালিয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাটের ক্রিকেটেই সমান তালে কথা বলে কোহলির ব্যাট। ২০০৮ সালে অভিষেকের পর থেকে ধারাবাহিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বনে গেছেন কোহলি।

নিজ দেশের অনুজ ব্যাটসম্যানের এমন পারফরম্যান্সে যারপরনাই মুগ্ধ ভারতের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। তার মতে, মাত্র ৩০ বছর বয়সেই কিংবদন্তি হয়ে গেছেন কোহলি। যেখানে সবাই কিংবদন্তি হয় খেলা ছেড়ে অবসর নেয়ার পর।

টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘কোহলি অনেক বেশি রান করছিল। তারপর অধিনায়ক হয়। কখনও কখনও এমন হয়, অধিনায়কত্ব পেলে পারফরম্যান্সে ভাটা পড়ে। কিন্তু সে যখন অধিনায়ক হলো, ধারাবাহিকতা আরও বেড়ে গেল।’

যুবরাজ আরও যোগ করেন, ‘ত্রিশ বছর বয়সে সে অনেক কিছু অর্জন করে ফেলেছে। মানুষ কিংবদন্তি হয় অবসর নেয়ার পর। কিন্তু কোহলি ত্রিশ বছর বয়সেই কিংবদন্তি হয়ে গেছে। ওকে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে দেখা সত্যিই দারুণ ছিল। আশা করি, সে আরও অনেক উঁচুতে পৌঁছাবে।’

এসময় কোহলির কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরে যুবরাজ বলেন, ‘আমি নিজের চোখের সামনে কোহলিকে ট্রেনিং করতে দেখেছি, বড় হতে দেখেছি। সে সম্ভবত সবচেয়ে কঠোর পরিশ্রমী ছিল, নিজের ডায়েট সম্পর্কে সদা সচেতন এবং ট্রেনিংয়ে কোনো ফাঁকি দিত না।’

তিনি আরও বলেন, ‘যখন সে রান করে, তখন আপনি সহজেই দেখতে পাবেন যে, এমন একজন খেলছে যে কি না বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায়। ওর মধ্যে সেই এটিচ্যুডটা ছিল। যা এখনও আছে।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।