ক্যারিয়ারের শেষ ম্যাচে র‍্যাংকিংয়ে বড় লাফ মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৫ জুলাই ২০২১

আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি, করেননি কোনো মন্তব্য। তবে সতীর্থদের সংবাদ সম্মেলন ও হারারেতে একমাত্র টেস্টের নানা ঘটনাক্রম থেকে এটি অন্তত নিশ্চিত যে সাদা পোশাকে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ে সফরের এই একমাত্র টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০* রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এছাড়া একই ইনিংসে ৯৫ রানের ইনিংস খেলা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫ নম্বরে।

বল হাতে বাংলাদেশের পক্ষে বিদেশের মাটিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ১৪৮ রানে ৯ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এর সুবাদে টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন তিনি।

ম্যাচ হারলেও জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর দুই ইনিংসে খেলেছেন ৮১ ও ৯২ রানের ইনিংস। যার পুরস্কার হিসেবে ৭ ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাংকিংয়ে ২৮ নম্বরে উঠে গেছেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে এসেছেন ব্লেসিং মুজুরাবানি।

এদিকে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান মজবুত করেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলা ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের সুবাদে ৮ পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮৭৩ রেটিং পয়েন্ট হয়ে গেছে তার।

ফলে দুই নম্বরে থাকা বিরাট কোহলির (৮৫৭) সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ১৬। তিন নম্বরে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৮২৫।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।