বাবরদের হোয়াইটওয়াশ মানতে পারছেন না, রেগে আগুন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৪ জুলাই ২০২১

ইংল্যান্ডের মূল দল ছিল না। পুরো একাদশই বদলে ফেলতে হয়েছিল। যে দলটিকে আনা হলো, তাদের মধ্যে ৫ কিংবা ৬ জনেরেই অভিষেক হলো। বাকিরা আগে জাতীয় দলে খেললেও ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শুধুমাত্র বেন স্টোকস ছাড়া। ইংল্যান্ডের পুরো দ্বিতীয় সারির দল একটা। তাদের বিরুদ্ধেই কি না শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হতে হলো পাকিস্তানকে!

শেষ ম্যাচে ৩৩১ রান করার পরও হারতে হলো বাবর আজমদের। অনায়াসেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা। এমন লজ্জাজনক পরাজয়ের কারণে পাকিস্তানের কড়া সমালচনা করেছেন দেশটির সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। রীতিমত রেগে আগুন তিনি।

ক্রিকেটারদের পাশাপাশি কর্মকর্তাদেরও সমালোচনা করলেন সাবেক এই পেসার। দল এবং কর্তাদের সাধারণ মানের বলে কটাক্ষ করলেন শোয়েব। তিনি বলেন, ‘এটি একটি লজ্জাজনক পারফরমেন্স। আমাদের বোর্ড হল অ্যাভারেজ। এরা বেছে এনেছে অ্যাভারেজ মানের সাধারণদের, পরিচালনা যেহেতু অ্যাভারেজ হয় তাই এটাই স্বাভাবিক যে তারা একটা সাধারাণ দল গঠন করবে। আপনি কখনোই সাধারণ মানুষদের কাছ থেকে অসাধারণ কিছু আশা করতে পারবেন না। আপনার প্রত্যাশা করাটাই ভুল।’

শুধু এখানেই থেমে থাকেননি শোয়েব আখতার। তিনি বলেন, ‘মাঠে দর্শক ভিড় করে এসেছিলেন এবং এই ধরনের পারফরমেন্স দেখার পরে কখনোই জাতীয় দলের ফ্যান ফলোয়িং বাড়বে না। তরুণদের অনুপ্রাণিত করার মতো কোনও তারকা নেই। তারপরে কিভাবে আপনি পরবর্তী শোয়েব আখতার, শহিদ আফ্রিদি বা ওয়াসিম আক্রমকে তুলে আনতে পারবেন? আপনাকে ব্র্যান্ড তৈরি করতে হবে।’

পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তার কথা জানিয়েছেন আখতার। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা অবিশ্বাস্যের জলে রয়েছে। এটি পিসিবি এবং পাকিস্তানের জন্য অত্যন্ত আশাহত পরিস্থিতি। কর্তৃপক্ষ কী ভাবছে তা আমি জানি না। তবে এটি একটি খুব হতাশার পরিস্থিতি।’

নিজে ভেতর থেকে অনুভব করেন শোয়ব আখতার, ‘আমার কাজ দরকার বলে আমি এটা বলছি না, তবে আমি আঘাত পেয়েয়েছি বলেই এটা আমি বলছি। আমি আমার দেশের হয়ে এই খেলাটি খেলেছি। আমি দৌড়ে এসেছি এবং আমি নিশ্চিত করেছি যে লোকেরা তাদের অর্থের মূল্য পান। এবং তারা তা করেছিল। দুর্ভাগ্যক্রমে, আমি এই দলের কাছ থেকে অর্থের মূল্য পাচ্ছি না। এটি প্রতিরক্ষামূলক নয়, এটি অপ্রত্যাশিত। এটি অবশ্যই খতিয়ে দেখা উচিত।’

পাকিস্তানের এই হারের জন্য ক্রিকেটারদের মানসিকতাকেই দায়ী করেছেন শোয়েব আখতার। তার মতে, ইংল্যান্ড দল পাকিস্তান দলের মানসিকতা বেশি শক্তিশালী ছিল। সেখানেই বাজি জিতেছে ব্রিটিশরা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।