জিম্বাবুয়ে একাদশকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৪ জুলাই ২০২১

একমাত্র টেস্টের সিরিজে বড় ব্যবধানে জয়ের পর আজ শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তার আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের নির্বাচিত একাদশকে ২৯৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে তামিম ইকবাল অ্যান্ড কোং। অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরির পর আউট হন। তিনি করেছেন সর্বোচ্চ ৬৬ রান। বল খেলেছেন ৬২টি।

শুধু তামিম ইকবালই নয়, ব্যাটিং প্র্যাকটিস করে নিয়েছেন দলের প্রায় সব ব্যাটসম্যানই। মোহাম্মদ মিঠুন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩৬ রান। সাকিব আল হাসানের ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৩৭ রানের ইনিংস।

আফিফ হোসেন ধ্রুব করেন ২৮ রান, ২৫ রান করেন মোহাম্মদ নাইম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৮ রান। মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ১২ রানে এবং ৫ রান করেন মেহেদী মিরাজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের হয়ে ফারাজ আকরাম, তানাকা শিবাঙ্গা এবং ওয়েসলি মাদভিরে নেন ২টি করে উইকেট।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।