সিরিজ শুরুর আগে ধাক্কা খেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৮ জুলাই ২০২১

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় এক ধাক্কাই লাগল পাকিস্তান শিবিরে। অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল।

বুধবার করা এমআরআই থেকে জানা গেছে, হারিস সোহেলের ইনজুরিটি গ্রেড-৩ মাত্রার। তাই তাকে ৪ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

যার ফলে এখন ইংল্যান্ড থেকে লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে যেতে হচ্ছে এ নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে। তবে এর আগে তার ফিটনেস লেভেল পর্যালোচনা করবে পাকিস্তান।

সিরিজ থেকে ছিটকে পড়ায় হতাশা প্রকাশ করে হারিস বলেছেন, ‘দলের সাফল্যে অবদান রাখার পাশাপাশি নিজের জায়গা পোক্ত করার জন্য এ সিরিজটির দিকে তাকিয়ে ছিলাম আমি। কিন্তু এখন আমি হতাশ। তবে দেশে ফিরে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করব ২০২১-২২ মৌসুমের জন্য।’

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারিয়েছেন হারিস সোহেল। ২০১৯ সালের বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্সের পরেও, ফিটনেসজনিত কারণে গত দুই বছরে মাত্র ৩টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

এবার ফিটনেসের উন্নতি করে দলে ফিরলেও, ইনজুরিতে পড়ে ফের ছিটকে গেলেন দলের বাইরে।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।