দীর্ঘ ২১ ঘণ্টা ভ্রমণ শেষে হারারেতে পৌঁছাল জাতীয় দলের বহর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ৩০ জুন ২০২১

২৯ জুন ভোর ৪টা থেকে রাত ১২টা ৪০ মিনিট- প্রায় একদিন কাটলো বিমান এবং বিমান বন্দরে। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা বিমান ভ্রমণ শেষে অবশেষে হারারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

গতকাল ২৯ জুন জিম্বাবুয়ের সময় রাত ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিট) জিম্বাবুয়ের মাটিতে পৌঁছায় টিম বাংলাদেশ।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, এরপর সেখান থেকে অবশেষে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রাখে জাতীয় ক্রিকেট দল।

নতুন শ্রীলঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাথ দোহায় জাতীয় দলের সাথে মিলিত হয়েছেন। আর দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে জোহান্সবার্গে জাতীয় দলের সফর সঙ্গী হয়েছেন নতুন প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও।

আজ ৩০ জুন বুধবার পুরো বিশ্রামে কাটাবেন ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফরা। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটানো শেষে আজ বুধবারই দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। ওপেনার সাদমান ইসলামও আজই দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ১ জুলাই বৃহস্পতিবার প্রথম অনুশীলন। আর ৭ জুলাই থেকে প্রথম টেস্ট শুরু হবে হারারেতে।

এআরবি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।