শেরে বাংলায় সাতসকালেই জ্বলছে ফ্লাডলাইট

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৭ জুন ২০২১

চলে এসেছে আষাঢ় মাস, প্রায় প্রতিদিনই দেখা মিলছে বৃষ্টির। এর মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের খেলা। আর তা চালাতে গিয়ে সকালবেলায়ই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জ্বলে গেছে ফ্লাডলাইট।

বৃহস্পতিবার চলছে প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডের খেলা। মিরপুরে খেলতে নেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে খেলাঘর।

আকাশে সূর্য্যের অনুপস্থিতি ও মেঘের ঘনঘটা থাকায় ফ্লাডলাইট জ্বালানো ছাড়া উপায় ছিল না আয়োজকদের সামনে। ফলে সাত সকালেই ফ্লাডলাইট জ্বালিয়ে চলছে খেলা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ হয়েছে খেলাঘর ইনিংসের ৯ ওভার। যেখানে ৪ উইকেট হারিয়ে ৬১ রান করেছে তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহরিয়ার কমল ৩০ রানে অপরাজিত রয়েছেন।

আউট হওয়া ব্যাটসম্যানরা হলেন রাফসান আল মাহমুদ (১), সাদিকুর রহমান (১), মেহেদি হাসান মিরাজ (০) ও ফরহাদ হোসেন (৮)। অফস্পিনার নাহিদুল ইসলামের শিকার ২ উইকেট।

এ ম্যাচ জিতলে এককভাবে শীর্ষে থেকে সুপার লিগ শুরু করতে পারবে প্রাইম ব্যাংক। অন্যদিকে হেরে গেলে রেলিগেশন অঞ্চলে পড়তে হবে খেলাঘরকে।

এআরবি/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।