ডাচদের উড়িয়ে সমতা ফেরাল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৫ জুন ২০২১

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১ রানের নাটকীয় জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তবে পরের ম্যাচে তাদেরকে আর সেই সুযোগ দিল না আয়ারল্যান্ড। স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েই সিরিজে সমতা ফিরিয়েছে আইরিশরা।

শুক্রবার আইরিশদের বোলিং তোপে ৪৯.২ ওভার খেলেও ১৫৭ রানের বেশি করতে পারেনি ডাচরা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে আয়ারল্যান্ড। ফলে সিরিজের শিরোপা নির্ধারণের জন্য অপেক্ষা বাড়ল সোমবার পর্যন্ত।

নেদারল্যান্ডসের ইউট্রেখটের স্পোর্টপার্কে টস জিতে ব্যাটিং নিয়েছিল স্বাগতিকরা। দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করলেও, কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। অতিরিক্ত খাত থেকে ১০ রান আসায় মূলত দলীয় সংগ্রহ দেড়শ পেরোয় তাদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ম্যাক্স ওদাউদ। এছাড়া বাস ডি লিড ২৩, স্কট এডওয়ার্ডস ২৩, লোগান ফন বিক ২২, ব্রেন্ডন গ্লোভার ১৮, পিটার সিলার ১১ ও স্টেফান মাইবার্গের ব্যাট থেকে আসে ১১ রান।

বল হাতে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নেন ক্রেইগ ইয়ং। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন জশুয়া লিটলও। এছাড়া ১০ ওভারের স্পেলে চারটি মেইডেন করেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য হাতেই ফিরে যান উইলিয়াম পোর্টারফিল্ড। তবে পল স্টারলিং ৫২ ও অধিনায়ক ম্যাকব্রাইন ৬৩ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। এছাড়া হ্যারি ট্যাক্টর করেন ৩০ রান।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগে আয়ারল্যান্ডের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রথম জয় পেয়েছে সিরিজের প্রথম ম্যাচে।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।