অসন্তুষ্ট সৌরভ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২২ মে ২০২১

গত সপ্তাহে হুট করে ডব্লিউভি রমনকে সরিয়ে রমেশ পাওয়ারকে ভারতীয় নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ক্রিকেট উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে এসেছে এমন খবর।

রমনের কোচিংয়ে গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। তারপরও কেন তাকে সরিয়ে দেয়া হলো, বুঝতে পারছেন না সৌরভ। যদিও রমেশ পাওয়ারকে নিয়োগ দেয়ার বিষয়ে ইতিবাচক-নেতিবাচক কোনো ধরনের মন্তব্য করতেই রাজি হননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি।

রমনের অধীনে ভারতীয় নারী দল পাঁচটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। মিথালি রাজের দল ওয়ানডেতে পাঁচ সিরিজের মধ্যে চারটিতেই জিতেছে। চলতি বছরের শুরুতে কেবল হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

ওই এক সিরিজের ব্যর্থতাতেই সরিয়ে দেয়া হলো রমনকে। তার জায়গায় যাকে নিয়োগ দেয়া হয়েছে, সেই রমেশ পাওয়ার ২০১৮ সালে ভারতীয় নারী দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কিন্তু তার বিদায়টা সুখকর ছিল না। সে বছর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই ওয়ানডে অধিনায়ক মিথালি রাজের সঙ্গে ঝামেলা বাঁধে পাওয়ারের। ভারত ওই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে। তারপর চাকরি হারান রমেশ।

অথচ ওই সময় এই কোচকে রাখার জন্য সিনিয়র ক্রিকেটারদের অনেকেই চেষ্টা করেছিলেন। বোর্ডকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিলেন হারমানপ্রিত কাউর আর স্মৃতি মান্ধানার মতো সিনিয়র ক্রিকেটাররা। কিন্তু তারা তখন পাওয়ারকে রাখতে রাজি হয়নি। সেই কোচকেই আবার ফিরিয়ে আনা হলো।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।