ভারতে বিশ্বকাপ আয়োজন ‘খুব কঠিন’ দেখছেন হাসি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে কোচিং করাতে ভারতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসি। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা হাসি আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে।
যার ফলে অস্ট্রেলিয়ার ৩৮ জনের বহর যখন মালদ্বীপে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যান, তখন ভারতেই থাকতে হয়েছে হাসিকে। তাই কাছ থেকেই ভারতের করোনা পরিস্থিতির সকল খবরাখবর পেয়েছেন তিনি, বুঝতে পেরেছেন দেশটির বর্তমান অবস্থা।
অস্ট্রেলিয়া ফেরার পর সেই অভিজ্ঞতা থেকেই হাসি জানালেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা প্রায় অসম্ভব হবে। নিজের এমন ভাবনার কারণও ব্যাখ্যা করেছেন হাসি। করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে আরব আমিরাতেই বিশ্বকাপ আয়োজকের পক্ষে তিনি।
সিডনিতে ফক্স ক্রিকেটকে দেয়া সাক্ষাৎকারে হাসি বলেছেন, ‘আমার মতে, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা খুব কঠিন হবে।’ গত ৪ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের আইসোলেশনে থাকতে হয়েছিল হাসিকে। মাঝে একবার নেগেটিভ হলেও, পরদিন আবার করোনা পজিটিভ হন তিনি।
ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আইপিএলে ৮ দল দেখছি। বিশ্বকাপে এর চেয়ে বেশি দল খেলবে এবং ভেন্যুর সংখ্যাও বেশি হবে। আমি আগেও যেমনটা বলেছি, ভিন্ন ভিন্ন শহরে খেলার কারণে ঝুঁকিটা বেড়ে যায়।’
হাসি আরও যোগ করেন, ‘আমার মতে, আয়োজকদের এখন দীর্ঘ পরিসরে কিছু ভাবা উচিত। সেটা হতে পারে আরব আমিরাত, যেখানে তারা বিশ্বকাপ আয়োজন করতে পারে। আমার মনে হয়, বিশ্বের অনেক ক্রিকেট বোর্ডই ভারতে গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ইতস্ততবোধ করবে।’
এসএএস/এমকেএইচ