নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত রুবেলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৭ মে ২০২১

রুবেল হোসেনের কোমড়ে বেশ সমস্যা হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি না-ও থাকতে পারেন, সেটা জানা গিয়েছিল আগেই। নির্বাচকরা হয়তো তার অবস্থা দেখে তারপর সিদ্ধান্ত নিতেন। তবে রুবেল সেই সময় পর্যন্ত অপেক্ষা করলেন না। জাতীয় দলের ডানহাতি এই পেসার নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রুবেলের কোমড়ে সমস্যাটার উৎপত্তি নিউজিল্যান্ডে সফরেই। গত এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে (২৪ এপ্রিল) জাগো নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে দেশের অন্যতম সেরা পেসার জানিয়েছিলেন, তার কোমড়ের ডিস্কে ব্যথা আছে। খেলার মতো উপযুক্ত হতে আরও অন্তত মাসখানেক লাগতে পারে।

এবার জানা গেল, সেই সমস্যাটা কাটেনি। ডানহাতি পেসার নিজে গণমাধ্যমে আর নতুন করে কিছু না বললেও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল (রোববার) জানিয়ে দিয়েছেন, ‘রুবেলের কোমড়ের সমস্যা আছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে রুবেল খেলতে পারবেন না, সরাসরি এমন কথা না বললেও দেবাশীষ চৌধুরী আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন, শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে এই গতিতারকা অনিশ্চিত।

এদিকে দেবাশীষ চৌধুরীর কথার ২৪ ঘন্টা না যেতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খোদ রুবেল। আজ (সোমবার) সকালে জাগো নিউজের সাথে আলাপে তিনি পরিষ্কার বলেই দিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য শারীরিকভাবে প্রস্তুত নন।

জাগো নিউজের সাথে আলাপে রুবেল বলেন, ‘আমি তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে পছন্দ করি ওয়ানডে। ৫০ ওভারের ম্যাচ খেলতে আমি সবসময় উন্মুখ হয়ে থাকি। এই ফরম্যাটটা শুধু ভালইবাসিনা, সর্বোচ্চ উপভোগ করি। নিজের সেরাটা দিতে প্রানপণ চেষ্টাও থাকে। তবে আমি এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে সিরিজ থেকে দূরে থাকতে চাই।’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই পেসার জানান, ‘আমার কোমড়ের ডিস্কের সমস্যাটা এখনো ভালো হয়নি পুরোপুরি। শুধু বিশ্রামই এর চিকিসা। তাই আমি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে রুবেল বলেন, ‘এমনিতে ব্যথা অনুভূত হয় না। হাঁটাচলা ও দৌড়াতে সমস্যা হয় না। তখন ব্যথা লাগে না। তবে নিচু হতে গেলেই ব্যথা লাগে। আমি ডাউন হয়ে কিছু করতে গেলেই ব্যথা অনুভব করি।’

যোগ করেন, ‘খেলতে গেলে নিচু হতেই হবে। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় বল ধরতে হলে তো ডাউন হতেই হবে। তখন সমস্যা হবে। তাই আমি মনে করি, আমার নিজের ক্যারিয়ারের মঙ্গলের জন্যই এ সিরিজ না খেলা উচিত। যখন নিচু হলে ব্যথা অনুভব করব না, তখনই বুঝব আমি শতভাগ সুস্থ এবং খেলার অবস্থায় আছি। তার আগে না খেলাই মনে হয় উত্তম।’

তবে আগামী ৩১ মে থেকে যে প্রিমিয়ার লিগ শুরু হবে, সেই আসরে খেলার আশা করছেন রুবেল। তার কথা, ‘এখন আমার যে সমস্যাটা আছে, সেটা বিশ্রাম নিলেই আশা করি সেরে উঠবে। আমি বিশ্রামে থেকে নিজেকে তৈরি করছি। আশা করছি প্রিমিয়ার লিগ খেলতে পারব। ওই আসর শুরুর এখনও পুরো দুই সপ্তাহের বেশি আছে। আশা করছি ততদিনে আমার খেলার মত অবস্থা হয়ে যাবে।’

এআরবি/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।