রোববার মালদ্বীপের আশ্রয় ছেড়ে দেশে ফিরবেন স্মিথ-পন্টিংরা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৩ মে ২০২১

শুরুর পর মাঝপথেই স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসর। ভারতের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই মূলত বন্ধ রাখা হয়েছে এ টুর্নামেন্ট। আর এটি স্থগিত হওয়ার স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছেন ক্রিকেটাররা।

কিন্তু অস্ট্রেলিয়া সরকারের কঠোর করোনাবিধির কারণে আটকা পড়ে গেছেন সেদেশের ক্রিকেটাররা। তবে দেশে ফিরতে না পারলেও, করোনায় জর্জরিত ভারত ছেড়ে মালদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে আইপিএলে অংশ নেয়া খেলোয়াড়, কোচ ও মিডিয়াকর্মীদের ৩৮ জনের বহর।

এবার তাদের জন্য এসেছে সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার (১৬ মে) নিজেদের দেশে ফিরে যেতে পারবেন স্টিভেন স্মিথ, রিকি পন্টিংরা। বিশেষ ভাড়া করা বিমানে চড়ে মালদ্বীপ থেকে মালয়েশিয়া হয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

দেশে ফিরেও অবশ্য পুরোপুরি মুক্ত জীবন কাটাতে পারবেন না তারা। সরকারের করোনাবিধি মোতাবেক বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়া গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আইপিএলের এই ৩৮ জনের বহরকেও তাই সিডনিতে করতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন।

গত এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাইরের দেশ থেকে যাওয়া ক্রিকেটসংশ্লিষ্ট মানুষদের কোয়ারেন্টাইন সুবিধা দেবে নিউ সাউথ ওয়েলস সরকার। এর আগে ভারতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলতে যাওয়ার পর সিডনিতেই সেরেছিল তাদের কোয়ারেন্টাইন পর্ব।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।