ভারতের ১৪ বছরের অপেক্ষা ঘোচানোর সেরা সুযোগ : দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ এএম, ১০ মে ২০২১

দীর্ঘ ৮৯ বছর ধরে ইংল্যান্ডে সফর করছে ভারতীয় ক্রিকেট দল। এসময়ের মধ্যে তারা ১৪টি সিরিজ খেলেছে ইংল্যান্ডের মাটিতে। যার সবশেষটি আজ থেকে প্রায় ১৪ বছর আগে, ২০০৭ সালে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ভারত।

এরপর খেলা তিন সিরিজের ফলাফল যথাক্রমে ০-৪, ১-৩ ও ১-৪; অর্থাৎ তিন সিরিজের ১৪ ম্যাচের মধ্যে জয় মাত্র দুইটিতে, ড্র হয়েছে একটি ম্যাচ। আগামী আগস্ট মাসে ফের ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। এবার সিরিজ জেতার সেরা সুযোগ রয়েছে বলে মনে করেন দ্রাবিড়।

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের শুরুতেই ইংল্যান্ডে পাড়ি জমাবে ভারতীয় ক্রিকেট দল। এবারের সফর প্রায় সাড়ে তিন মাসের। যা শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গিয়ে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হবে ২২ জুন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ৪ আগস্ট থেকে। পাঁচ ম্যাচের এই সিরিজ শেষ হওয়ার কথা রয়েছে ১৪ সেপ্টেম্বর। এ সিরিজটি কঠিন হলেও, জেতার সেরা সুযোগ রয়েছে বলেই বিশ্বাস করেন ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার ভারতের সবশেষ অধিনায়ক দ্রাবিড়।

রোববার এক ওয়েবিনারে তিনি বলেছেন, ‘আমি সত্যিই মনে করি যে, এবার ভারতের খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের বোলিং সম্পর্কে কোনো সন্দেহ নেই। তারা বোলিং আক্রমণে যাদেরই নামাক, সেটা দুর্দান্ত হবে। এমনকি খেলোয়াড় অদল-বদল করেও নামাতে পারবে তারা। এটা সত্যিই কঠিন হবে।’

‘তবে আপনি যদি ব্যাটিংয়ের সেরা ছয়-সাতের দিকে তাকান, তাহলে শুধু একজন গ্রেট ব্যাটসম্যানের কথাই ভাববেন। যে কি না বিশ্বমানের জো রুট। অবশ্যই বেন স্টোকসও আছেন, যিনি ভালো মানের অলরাউন্ডার। তবে রবিচন্দ্রন অশ্বিন স্টোকসের বিপক্ষে দুর্দান্ত। ভারতের মাটিতে সে স্টোকসের বিপক্ষে ভালো করেছে। আসন্ন সিরিজেও তা-ই হবে আশা করি।’

ইংল্যান্ড দল যেমনই হোক, ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েই সেখানে যাচ্ছে বলে আশাবাদী দ্রাবিড়। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সিরিজ থেকে পাওয়া জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে ধারণা ভারতের সাবেক অধিনায়কের। তার বিশ্বাস, এবার ইংল্যান্ডে ৩-২ ব্যবধানে জিতবে ভারত।

দ্রাবিড়ের ভাষ্য, ‘আমি মনে করি ভারত যথাযথ প্রস্তুতি নিয়ে যাবে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় অনেকবার ইংল্যান্ড সফর করেছে। ব্যাটিং অর্ডারেও অভিজ্ঞতা বেড়েছে এবার। অস্ট্রেলিয়া সফর থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগবে। তাই আমার বিশ্বাস, এবারই সেরা সুযোগ। আমার মতে, ভারত ৩-২ এ জিতবে।’

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।