টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দিল্লির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০২ মে ২০২১

আহমেদাবাদে আইপিএলের লড়াইয়ে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস। ম্যাচে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। পাঞ্জাবকে আজ নেতৃত্ব দিচ্ছেন মায়াঙ্ক আগারওয়াল।

দুই দলের মধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে আছে দিল্লি। ৭ ম্যাচের মধ্যে ৫টি জিতে তারা পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৩টি জিতে তালিকার পাঁচ নম্বরে পাঞ্জাব।

দিল্লি ক্যাপিটালস একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, সিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, আভেশ খান, ইশান্ত শর্মা।

পাঞ্জাব কিংস একাদশ
মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), প্রভসিনরান সিং (উইকেটরক্ষক), ক্রিস গেইল, ডেভিড মালান, দীপক হুদা, শাহরুখ খান, হারপ্রিত ব্রার, ক্রিস জর্ডান, রিলি মেরেডিথ, রবি বিষ্ণুই, মোহাম্মদ শামি।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।