মালিকের মন্তব্যের শক্ত জবাব দিলেন বাবর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৯ এপ্রিল ২০২১

অধিনায়কত্ব পাওয়ার পর থেকে নিয়মিতই একটি কথা শুনতে হচ্ছে বাবর আজমকে। তা হলো, নিজ দলের ওপর পূর্ণ কর্তৃত্ব নেই বাবরের। অর্থাৎ দল পরিচালনার সিদ্ধান্তগুলো বাবর নিজে নিতে পারেন না। সবশেষ এই মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও স্পিনিং অলরাউন্ডার শোয়েব মালিক।

সতীর্থ খেলোয়াড়ের করা এ মন্তব্যের বিপরীতে শক্ত জবাব দিয়েছেন বাবর। সাফ জানিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবে দলের যেকোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনিই। তাই এ বিষয়ে যেকোনো উটকো মন্তব্য পুরোটাই নিরর্থক।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, 'এই আলোচনার একটা ইতি আসা উচিত। প্রতিবার এই একই প্রশ্ন করা হচ্ছে যে, আমার কি না দলের ওপর নিয়ন্ত্রণ নেই। আপনারা মাঠেই দেখতে পারেন, সব সিদ্ধান্ত আমি নিয়ে থাকি। দলের একাদশও আমি সাজাই, টিম ম্যানেজম্যান্ট নিজেদের মন্তব্য দেয়। অধিনায়ক হিসেবে আমি আমার দায়িত্ব-কর্তব্য বুঝি।'

এদিকে শুধু বাবরের অধিনায়কত্ব নয়, মিসবাহ উল হকের কোচিং নিয়েও বিরুপ মন্তব্য করেছিলেন মালিক। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের বিদেশি কোচ প্রয়োজন বলেছিলেন মালিক। এক্ষেত্রে মিসবাহর পক্ষে দাঁড়িয়েছেন বাবর।

তিনি বলেন, 'কোচিং প্যানেল নিয়ে আমার সমস্যা নাই। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষয়। টিম ম্যানেজম্যান্ট দলের সব খেলোয়াড়দের ভালোভাবে দেখভাল করছে তাই আমি খুশি।'

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।