নান্নু-সুজনের ঠিক উল্টো বললেন ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৮ এপ্রিল ২০২১

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলের ড্র দেখে বেশ খুশি টিম লিডার খালেদ মাহমুদ সুজন। সন্তুষ্টি ঝরে পড়েছিল দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও।

নান্নু বলেছিলেন, জয়ের চিন্তার চেয়ে পাঁচদিন ভালো খেলাই এখন দলের মূল লক্ষ্য। সুজনের কথা, অন্তত এক বছর এভাবে ড্র করুক দল, পরে জয়ের চিন্তা করা যাবে। দুজনেরই কথা একরকম, দারুণ খেলেছে বাংলাদেশ দল। তারা ভীষণ খুশি।

বোঝাই যাচ্ছে, পাঁচদিন খেলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র'কে বিশাল অর্জন মনে করছেন তারা। কিন্তু নান্নু-সুজনের এমন চিন্তার সঙ্গে একেবারেই একমত নন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বরং হতাশা প্রকাশ করলেন এই মানসিকতা দেখে।

ডোমিঙ্গো বলেন, ‘দেখুন, হতাশার হলো একটি ড্র টেস্টকে যখন বিশাল সাফল্য হিসেবে দেখা হয়। আমি এখানে টেস্ট ড্র করাতে আসিনি। আমরা টেস্ট হারতেও চাই না, কিন্তু এই মানসিকতার বদল আনতে হবে। আমাদের টেস্ট জয়ের জন্য খেলতে হবে, শুধু ড্র করেই খুশি হয়ে গেলে চলবে না। দলের সঙ্গে আমি ৬ বা ৭ টেস্ট ধরে আছি। আমার মনে হয় এখন আমি দলের সবাইকে, দলের সংস্কৃতিটা বুঝতে পারছি। আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।’

টাইগার কোচ যোগ করেন, ‘আমাদের মধ্যে টেস্ট হারের একটা ভয় কাজ করে, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের জয়ের জন্য খেলতে হবে। এই মুহূর্তে আমরা মনে হয়, হার এড়াতে খেলছি। কিন্তু এই মানসিকতাটা বদলাতে হবে। এটার জন্য একটু সময় লাগবে। কারণ ছেলেরা টেস্টে ওতটা সফল নয়। কিন্তু যদি মানসিকতা বদলানো না যায়, তবে মাঝারি পারফরম্যান্স নিয়েই খুশি থাকতে হবে। আমি এমন কিছুর অংশ হতে চাই না। আমরা দলকে এগিয়ে নিতে চাই, যাতে জয়ের জন্য খেলতে পারি। টেস্টে ভালো দল হতে হলে ইনিংস ঘোষণা করার সাহস রাখতে হবে, যাতে করে প্রতিপক্ষকে অলআউট করা যায়। এই পরিবর্তনটা আনতে হবে মানসিকতায়।’

তবে কি প্রথম টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি নন ডোমিঙ্গো? তেমনও নয়। বরং তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা যেমন ব্যাটিং করেছেন, তাতে তৃপ্ত টাইগারদের প্রোটিয়া হেড কোচ।

তিনি বলেন, ‘আমি সত্যি খুশি। মুমিনুল টেস্টের নিয়মিত পারফরমার। সে ১১টা সেঞ্চুরি করেছে, টেস্টে যা অসাধারণ অর্জন। শান্তর জন্যও খুশি লাগছে যে বিশাল এক সেঞ্চুরি দিয়ে সে নিজেকে টেস্ট আঙ্গিনায় অপরিহার্য করেছে। এটা তাকে এই অঙ্গনে ভালো করার আত্মবিশ্বাস এনে দিবে। আত্মবিশ্বাস পাবে যে, গেম প্ল্যান ঠিক থাকলে সে এটা করতে সক্ষম। তামিমকে এমন খেলতে দেখাও দারুণ।’

তবে শুধু ভালো ব্যাটিং নয়, সিরিজ জয়ের দিকে চোখ ডোমিঙ্গো। তার সাফ কথা, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। শ্রীলঙ্কার মাটিতে এটা করতে পারলে আমাদের জন্য দারুণ অর্জন হবে। বিদেশের মাটিতে সিরিজ জেতার লক্ষ্যই থাকে আমাদের। আমরা জানি এর জন্য পাঁচদিন ভালো খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি, যাতে টেস্টটা ভালোভাবে শুরু করা যায় এবং সেশন ধরে ধরে এগোতে পারি।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।