ফুসফুসে ইনফেকশন আছে, তবে একটু ভালো অনুভব করছেন আকরাম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল, অক্সিজেন লেভেল ঠিক আছে। তবে কাশি বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শমতো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকরামের সর্বশেষ শারীরিক অবস্থা কী? কেমন আছেন বিসিবি পরিচালক? সেই খবর জানতে আজ (শুক্রবার) জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল আকরামের স্ত্রী সাবিনা আকরামের সঙ্গে।

সাবিনা জানালেন, এখন কিছুটা ভালো অনুভব করছেন আকরাম। জাগো নিউজকে তিনি বলেন, ‘আকরাম কিছুটা সুস্থতার পথে। কাশি বেড়ে যাওয়াতেই হাসপাতালে আনা হয়। ফুসফুসে ৩০ ভাগ ইনফেকশন আছে। তবে আল্লাহর রহমতে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে এখন। আগের চেয়ে একটু ভালো অনুভব করছেন।’

গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

যেদিন করোনা পজিটিভ রেজাল্ট আসে আকরাম খানের, তার কয়েক দিন আগে থেকেই মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। এরপর মনের শঙ্কা দূর করার জন্য টেস্ট করান, তাতেই রেজাল্ট আসে পজিটিভ।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।