কোহলির মুকুট ছিনিয়ে যা বললেন নতুন ‘নাম্বার ওয়ান’ বাবর
প্রায় চার বছর আগে ২০১৭ সালে অক্টোবরে এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের এক নম্বর স্থানটি দখল করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এরপর থেকে চলতি বছরের ১৩ এপ্রিল পর্যন্ত কেউই তাকে সরাতে পারেনি শীর্ষস্থান থেকে।
অবশেষে ১২৫৮ দিন পর কোহলির মুকুট ছিনিয়ে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ (বুধবার) দুপুরে ওয়ানডে ব্যাটিং র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন বাবর। তার চেয়ে ৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছিলেন বাবর। এর মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে পেয়েছে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট। সবমিলিয়ে এ সিরিজে তার অর্জন ২৮ রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৫ এবং কোহলির চেয়ে এগিয়ে গেছেন ৮ পয়েন্টে।
এ অসাধারণ কীর্তির পর আরও বড় লক্ষ্যের কথা জানিয়েছেন বাবর। পাকিস্তান বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্টে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের আরও একটি মাইলফলক। যা ধরে রাখতে এখন আরও কঠিন পরিশ্রম এবং অতি অবশ্যই ধারাবাহিকতার প্রয়োজন পড়বে।’
বাবর আরও যোগ করেন, ‘স্যার ভিভ রিচার্ডসের ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর কিংবা বিরাট কোহলির ১২৫৮ দিনের মতো দীর্ঘদিন এক নম্বরে থাকতে চাই আমি। এজন্য কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার বিকল্প নেই।’
প্রায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ক্যারিয়ার সেরা পাঁচ নম্বরে উঠেছিলেন বাবর। এছাড়া টি-টোয়েন্টিতে লম্বা সময় ছিলেন এক নম্বরে। বর্তমানে শুধুমাত্র কোহলিই তিন ফরম্যাটের র্যাংকিংয়ে শীর্ষ তিনের মধ্যে রয়েছেন। একই লক্ষ্যের কথা জানালেন বাবর।
তার ভাষ্য, ‘আমি এর আগে টি-টোয়েন্টিতেও এক নম্বরে উঠেছি। তবে চূড়ান্ত এবং বড় লক্ষ্যটা হলো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠা। যা কি না একজন ব্যাটসম্যান সামর্থ্যের সর্বোচ্চ পুরস্কার। আমি জানি এটা অর্জন করতে কী করতে হবে। আমাকে শুধু ধারবাহিকভাবে ভালো করলেই হবে না, বড় দলগুলোর বিপক্ষে ভালো করতে হবে।’
টেস্টে সেরা হওয়ার চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমি এই চ্যালেঞ্জটি নিতে মুখিয়ে আছি। তবে এখনের পরিস্থিতি পুরোটাই উপভোগ করব আমি। ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার প্রায় ১৮ মাস পর আমি বলতে পারব যে, এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানকে দুইটি ওয়ানডে সিরিজ জিতিয়েছি।’
জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফের (২০০৩) পর চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে উঠেছেন বাবর। দেশের কিংবদন্তি ব্যাটসম্যানের কীর্তির পাশে নিজের বসাতে পারায় সম্মানিত বোধ করছেন বাবর।
এসএএস/এমএস