টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলন করায় খুশি প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০১ এপ্রিল ২০২১

দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর ৯ম বাংলাদেশ গেমস দেশের খেলাধুলায় নতুন এক অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের গেমস আয়োজন বঙ্গবন্ধুর নামে। যে কারণে এবারের গেমসের মশাল যাত্রা শুরু হয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে।

টুঙ্গিপাড়া থেকে সড়কপথে বেশ কয়েকজন ক্রীড়াবিদের হাতঘুরে গেমস উদ্বোধনের আগের দিন বৃহস্পতিবার বিকেলে মশাল ঢাকায় পৌঁছলে তা গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমস উদ্বোধন করার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মূল মশাল প্রজ্বলন করেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

মশাল টুঙ্গিপাড়া থেকে প্রজ্বলন করায় প্রধানমন্ত্রী বেশ খুশি। তিনি এজন্য গেমস আয়োজকদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘টুঙ্গিপাড়া, যে মাটিতে জাতির পিতা জন্মগ্রহণ করেছিলেন এবং যে মাটিতে তিনি ঘুমিয়ে আছেন সেখান থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলিত হয় এবং তা ঢাকায় নিয়ে আসা হয়। সেজন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরআই/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।