আবারও সেই কর্নওয়ালে ভুগছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ৩০ মার্চ ২০২১

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড পাওয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন রাহকিম কর্নওয়াল। এবার দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাউন্টেইনখ্যাত এ ক্রিকেটার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে দলকে এনে দিচ্ছেন নিরাপদ সংগ্রহ।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৮৭ রান। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির অপেক্ষায় থাকা ব্রাথওয়েট অপরাজিত রয়েছেন ৯৯ রানে। দ্বিতীয় ফিফটি থেকে মাত্র ৭ রান দূরে রয়েছেন কর্নওয়াল। তাদের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে এসেছে ৬৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের নবম ওভারের মধ্যে মাত্র ১৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান জন ক্যাম্পবেল (৫) ও এনক্রুমাহ বোনার (০)। দুজনকেই ফেরান লঙ্কান অভিজ্ঞ পেসার সুরাঙ্গা লাকমল।

তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন কাইল মায়ারস ও ব্রাথওয়েট। দুজন মিলে গড়েন ৭১ রানের জুটি। ব্যক্তিগত পঞ্চাশ থেকে মাত্র ১ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন ফর্মে থাকা মায়ারস। তার ৬১ বলের ইনিংসে ছিল ৮টি চারের মার।

এরপর অল্পেই ফিরে যান জার্মেইন ব্ল্যাকউড (১৮), আশা জাগিয়েও বড় কিছু করতে পারেননি জেসন হোল্ডার (৩০)। এর ফাঁকে অবশ্য ফিফটি তুলে নেন ব্রাথওয়েট। তবে অপরপ্রান্ত থেকে সহায়তা তেমন পাননি। দলীয় ১৮৫ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান জশুয়া ডা সিলভা (১)।

অধিনায়কের সঙ্গে সপ্তম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন আলজারি জোসেফ। যেখানে জোসেফের একার অবদানই ছিল ২৯ রান। এরপর দিনের বাকি থাকা ১৮ ওভারে আর বিপদ ঘটতে দেননি ব্রাথওয়েট ও কর্নওয়াল। দিনের একদম শেষ বলে কর্নওয়ালের বিপক্ষে রিভিউ নিয়েও সফল হয়নি শ্রীলঙ্কা।

দিনের খেলা শেষে ব্রাথওয়েট ২৩৯ বলে ১১ চারের মারে ৯৯ এবং কর্নওয়াল ৬ চার ও ১ ছয়ের মারে ৫৪ বলে ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।