শিরোপা নিষ্পত্তির ম্যাচে ভারতের ঝড়ো শুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৮ মার্চ ২০২১

ভারতের করা ৩৩৬ রানের বড় সংগ্রহ টপকে দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছিল ইংল্যান্ড। জনি বেয়ারস্টো, জেসন রয় ও বেন স্টোকসদের ঝড়ে মাত্র ৪৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল সফরকারীরা। ফলে সিরিজে নেমে আসে ১-১ সমতা।

আজ (রোববার) সিরিজের শেষ ম্যাচে শিরোপা নিষ্পত্তির ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাটে ভর করে ঝড়ো সূচনা পেয়েছে তারা।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটিতে ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ঠিক ১০০ রান। শিখর ও রোহিতের ব্যাটে ভর করে ঠিক ১৪ ওভারেই শতরান পূরণ করে ফেলেছে ভারত।

ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিখর ৪৮ বলে ৫৯ ও রোহিত ৩৬ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এ দুজনের মধ্যে এটি ১৭তম শতরানের জুটি।

এই ম্যাচে দুই দলই নিজেদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। ভারতীয় দলে কুলদ্বীপ যাদবের বদলে নেয়া হয়েছে থাঙ্গারাসুই নাটরাজনকে। অন্যদিকে ইংল্যান্ড একাদশে টম কুরানের জায়গা নিয়েছেন মার্ক উড।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্দিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, থাঙ্গারাসুই নাটরাজনএবং প্রাসিধ কৃষ্ণা।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, আদিল রশিদ, মার্ক উড এবং রিস টপলি।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।