তিন ম্যাচে তামিম ৯২, সৌম্য ৩৩

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৬ মার্চ ২০২১

ওয়ানডে সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, কুড়ি ওভারের তিন ম্যাচ খেলবেন না তিনি। ফলে যা করার ওয়ানডে সিরিজেই করতে হতো বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে। দ্বিতীয় ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলে ছন্দে থাকার আভাসই দিয়েছিলেন তিনি। কিন্তু শেষটা হলো না ভালো।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ (শুক্রবার) মাত্র ১ রান করে আউট হয়ে গেছেন তামিম। ফলে নিউজিল্যান্ড সফরে সাকুল্যে তার সংগ্রহ দাঁড়াল মাত্র ৯২ রান। প্রথম ম্যাচে ১৩ ও দ্বিতীয়টিতে ৭৮ রান করেছিলেন টাইগার অধিনায়ক। আজ আর দুই অঙ্কেও যেতে পারেননি তিনি।

নিউজিল্যান্ডের করা ৩১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়কের উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার মেইডেন খেলার পর দ্বিতীয় ওভারে এক বল খেলে এক রান নেন তামিম। পরে ম্যাট হেনরির করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলটিতে ক্যাচ দেন উইকেটের পেছনে।

তামিম ৯ বল খেলে করেন ১ রান। তবে অপরপ্রান্তে লিটন দাস শুরু করেন সাবলীল ভঙ্গিতে। ট্রেন্ট বোল্টের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই হাঁকান বাউন্ডারি। সেই ওভারের শেষ বলটিও সীমানাছাড়া করেন তিনি। পরে হেনরির করা পঞ্চম ওভারের প্রথম বলেও একই ফল এনে দেন লিটন।

Soumya

কিন্তু তাকে সঙ্গ দেয়ার যেন কেউ নেই। পঞ্চম ওভারের তৃতীয় বলে অযথাই বড় শট খেলতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন তিন নম্বরে নামা সৌম্য সরকার। পুরো সিরিজেই ব্যর্থ সৌম্য এ ম্যাচে করেছেন ৬ বলে ১ রান। তিন ম্যাচ মিলে মাত্র ৩৩ রান। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়টিতে করেছিলেন ৩২ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। লিটন দাস ১৪ বলে ১৭ এবং মোহাম্মদ মিঠুন ১ বলে ১ রান নিয়ে খেলছেন।

এর আগে ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ৩১৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। যা কি না বেসিন রিজার্ভ মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এছাড়া পঞ্চম উইকেটে এ মাঠের সর্বোচ্চ ১৫৯ রানের জুটি গড়েন কনওয়ে (১২৬) ও মিচেল *১০০*)।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।