রোহিত-কোহলির ফিফটির সঙ্গে হার্দিক-সূর্যর তাণ্ডব, রানপাহাড়ে ভারত
সিরিজ নির্ধারিত লড়াই। অঘোষিত ফাইনাল। আহমেদাবাদে এমন এক ম্যাচে ইংলিশ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলায় মাতল ভারত। টপঅর্ডারের চার ব্যাটসম্যানই রান পেলেন, ভারত গড়ল রানপাহাড়।
রোহিত শর্মা, বিরাট কোহলির দুর্দান্ত হাফসেঞ্চুরির সঙ্গে হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে ২ উইকেটে ২২৪ রানের বিশাল সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। অর্থাৎ সিরিজ জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ২২৫ রান।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে ইংল্যান্ডের। রোহিত শর্মা আর বিরাট কোহলি ৫৪ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৯৪ রান। ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৪ রান করে বেন স্টোকসের বলে বোল্ড হলে ভাঙে এই জুটি।
উইকেটে আসেন সূর্যকুমার। এসেই আগের ম্যাচের মতো তাণ্ডব শুরু করেন। ১৭ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩২ রানের ছোট কিন্তু কার্যকরী এক ইনিংস খেলে সূর্য আদিল রশিদের শিকার হলে কিছুটা স্বস্তির আশা করেছিল ইংল্যান্ড। কিন্তু তাদের সেই স্বস্তি আসেনি।
এবার কোহলির সঙ্গী হন হার্দিক পান্ডিয়া। তৃতীয় উইকেটে ৪০ বলে ৮১ রানের বিধ্বংসী এক জুটি উপহার দেন তারা। দুজনই থাকেন অপরাজিত। কোহলি ৫২ বলে ৭ চার আর ২ ছক্কায় করেন ৮০ রান। হার্দিক ১৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৩৯ রানের ইনিংস।
এমএমআর/এমকেএইচ